মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল বাবার
গোপালগঞ্জে মেয়ের উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত কাজী মাহাবুব হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবা কাজী মাহাবুব হোসেন শহরের পাবলিক হল রোড মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি হরিদাসপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। সদর উপজেলা ভূমি কার্যালয়ে দলিল বেচাকেনা ও লেখার কাজ করতেন তিনি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কাজী মাহবুবের মেয়েকে (অষ্টম শ্রেণির ছাত্রী) আকাশ নামের স্থানীয় এক কিশোর প্রায়ই উত্ত্যক্ত করত।
তাকে একাধিকবার নিষেধ করা হয়েও সে শোনেনি। পরে এ বিষয়ে মাহবুব পুলিশে অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সম্প্রতি আকাশকে ধরে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পায় আকাশ। এর জের ধরে গত ১৫ জুলাই আকাশ ও তার বন্ধুরা বাড়ির সামনে মাহবুবকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৭ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। ওসি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
No comments