ঢাকায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে বোমা বিস্ফোরণ চালানোর দাবি আইএস’র
বাংলাদেশের রাজধানী ঢাকায় র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বিবিসি বাংলার এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আইএস’র সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে ঢাকায় র্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয় শুক্রবার (১৭ই মার্চ) জুমার নামাজের সময় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের একটি অস্থায়ী শিবির লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়, যে হামলায় দুজন র্যাব সদস্য আহত হয়েছে । একজন যুবকের নিহত হবার খবরও সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে। আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।
No comments