ওবামা-দুতের্তে অদ্ভুত দৃষ্টি বিনিময়
সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সাক্ষাতে অদ্ভুত দৃষ্টি বিনিময় হয়েছে। লাওসে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলন চলাকালে জাঁকজমকপূর্ণ নৈশভোজের আগে উভয় নেতার এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। এসময় তাদের মধ্যে ‘সংক্ষিপ্ত আলোচনা’ হয়েছে বলে উভয় দেশের সরকারপক্ষ জানিয়েছে। এর আগে ‘পতিতাপুত্র’ বলে গালি দেয়ায় দুতের্তের সঙ্গে ওবামা তার পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেন। খবর এএফপির। দুতের্তের সফরসঙ্গী ও ফিলিপিনো পররাষ্ট্র সচিব পারফেক্টো ইয়াসি সাংবাদিকদের বলেন, ‘হোল্ডিং রুমে তারা মিলিত হন। সবার শেষে তারা হোল্ডিং রুম ত্যাগ করেন। তবে তাদের এ সাক্ষাৎ কতক্ষণ ধরে চলে তা আমি বলতে পারব না।
শেষ পর্যন্ত তাদের সাক্ষাৎ হয়েছে তাতেই আমি খুশি।’ এদিকে হোয়াইট হাউসের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, আসিয়ান সম্মেলনের জাঁকজমকপূর্ণ নৈশভোজের আগে উভয় নেতা সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। পরে ওবামা সাংবাদিকদের জানান তিনি দুর্তেতেকে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে ‘সঠিক পথে’ লড়ার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে সাক্ষাতের আগে ওবামা ও দুতের্তে অদ্ভুত দৃষ্টি বিনিময় করেন। মঙ্গলবার উভয়নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভিয়েনতিয়েনের উদ্দেশে ওবামার যাত্রার কয়েক ঘন্টা আগে দুতের্তে তাকে ‘পতিতাপুত্র’ বলে গালি দেন ও তার সমালোচনা করেন। এরপর পরই বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নিড প্রাইস বলেন, প্রেসিডেন্ট ওবামা ফিলিপিনো নেতা দুতের্তের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন না। পরিবর্তে ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের সঙ্গে বৈঠক করবেন।
No comments