দুই ভুবনের দুই বাসিন্দা
পূর্ণিমাতে মুগ্ধ হয়েছেন হৃদয় খান। এসএ হক অলিক রচিত ও পরিচালিত ‘ফিরে যাওয়া হলো না’ টেলিফিল্মে তারা দু’জন প্রথম একসঙ্গে অভিনয় করেছেন। ১ জুন এর শুটিং শেষ হয়েছে। এতে রোদেলা চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা এবং ফাহিম চরিত্রে অভিনয় করেছেন হৃদয় খান। আসছে ঈদে বাংলাভিশনের পর্দায় দেখা যাবে এই জুটিকে। গত বছর ঈদে পূর্ণিমা সর্বশেষ অভিনয় করেছিলেন। বলা যায় প্রায় এক বছর বিরতির পর তিনি অভিনয়ে ফিরেছেন। হৃদয় ও পূর্ণিমার সঙ্গে কথা হচ্ছিল এ নাটকের সেটে বসে। শুটিংয়ের ফাঁকে আড্ডায় মেতে উঠেছেন দু তারকাই। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার বাহারি কথার ফুলঝুরি যেন বেজেই চলছে। এর অনেকটা শুটিং কেন্দ্রিক, আবার কিছুটা পুরনো স্মৃতিচারণ। এমনিতেই চুপচাপ স্বভাবের হৃদয় খান। গান নিয়ে স্টুডিওর চার দেয়ালের ভেতরেই কেটেছে ক্যারিয়ারের বেশিরভাগ সময়। এবার যেন কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন। মুক্ত বাতাসে শ্বাস নিলেন। যদিও অনেকটা অনুরোধের ঢেঁকি গেলার মতো অবস্থা ছিল তার। বলেছেন, ‘অলিক ভাই এমনভাবে অনুরোধ করলেন যে, না করতে পারিনি। তাছাড়া ভেবে দেখেছি, নিজেকে নিয়ে কিছুটা এক্সপেরিমেন্টও করা দরকার। সেটাই ঝালিয়ে নিলাম।’ কেমন লাগছে নতুন জীবনে এসে? এমন প্রশ্নের উত্তরে হৃদয় বলেন, ‘ভালো লাগাটা তৈরি করেই এসেছি। না হলে কাজ করতে এসে দুঃশ্চিন্তায় থাকতে হতো। এখন অনেকটা ভালো লাগছে।’ অভিনয়ে নিয়মিত থাকবেন কী না এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা নির্ভর করছে আমার কতদিন ভালো লাগে তার উপর। এখনই বলতে পারছি না।’
মাসুদ সেজানের নির্দেশনায় ঈদের নাটক ‘লাভ এ্যান্ড কোং’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পূর্ণিমার অভিনয়ে ফেরা। এতে তার বিপরীতে আছেন মাহফুজ আহমেদ। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘সংসার সন্তান নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয়। তাই নিজের জন্য কিংবা অভিনয়ের জন্য বছরজুড়ে সময় বের করা কঠিনই বৈকি। তবে যেহেতু ঈদ এলে ভালো ভালো স্ক্রিপ্টের সমন্বয় ঘটে, তখন ইচ্ছে করে কাজ করার। সেটারও অনুপাত কিন্তু কম। টানা কাজ করার পক্ষপাতি আমি কখনও ছিলাম না, এখনও নই। ভালো কাজ কম করাই ভালো। এবারের ঈদে যে কয়টি কাজ করছি প্রত্যেকটি কাজই খুব ভালো। আমি আমার কাজগুলো নিয়ে আশাবাদী।’ এরই মধ্যে পূর্ণিমা আনিসুর রহমান মিলনের বিপরীতে তপু পরিচালিত ‘গোপনে’ নাটকের শুটিংয়ের কাজ শেষ করেছেন। এটিও আসছে ঈদে প্রচার হবে। আড্ডা বেশ জমে উঠছিল। নিজেদের অভিনয়ের ফিরিস্তি দিতে ব্যস্ত দুজনা। অভিনয় প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘এর আগে অলিক ভাইয়ের দুটো চলচ্চিত্রে গান করেছি। মজা করে তিনি প্রায়ই বলতেন অভিনয় করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যে তার নির্দেশনায় অভিনয় করব এটা ভাবিনি। যাই হোক শেষ পর্যন্ত অভিনয় করছি, এটা আমার জন্য যেমন নতুন অভিজ্ঞতা। ঠিক তেমনি পূর্ণিমা আপুুর সঙ্গে প্রথম কাজ আমার, অনেক ভালো লেগেছে কাজটি করে।’ হৃদয় খান প্রথম অভিনয় করেন মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘রূপকথা’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হৃদয় খান বলেন, ‘অভিনয়ের জন্য যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার ভেতরে কোনো ভয় কাজ করেনি। কাজের ব্যাপারে আগে থেকেই কিছুটা অভিজ্ঞতা ছিলই। মিউজিক ভিডিও করার সময় কাছ থেকে কাজগুলো দেখা হয়েছে। নাটকে যেমন ডায়ালগের সঙ্গে অ্যাক্টিং করতে হয়। আমার ডায়ালগ দেয়া, কেমন হল এসব নিয়ে তো একটু দুশ্চিন্তা থাকেই। সবকিছু সহজ হয়েছে পরিচালকদের সহযোগিতার কারণেই। দেখি দর্শক কীভাবে তা গ্রহণ করেন।
মাসুদ সেজানের নির্দেশনায় ঈদের নাটক ‘লাভ এ্যান্ড কোং’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পূর্ণিমার অভিনয়ে ফেরা। এতে তার বিপরীতে আছেন মাহফুজ আহমেদ। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘সংসার সন্তান নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয়। তাই নিজের জন্য কিংবা অভিনয়ের জন্য বছরজুড়ে সময় বের করা কঠিনই বৈকি। তবে যেহেতু ঈদ এলে ভালো ভালো স্ক্রিপ্টের সমন্বয় ঘটে, তখন ইচ্ছে করে কাজ করার। সেটারও অনুপাত কিন্তু কম। টানা কাজ করার পক্ষপাতি আমি কখনও ছিলাম না, এখনও নই। ভালো কাজ কম করাই ভালো। এবারের ঈদে যে কয়টি কাজ করছি প্রত্যেকটি কাজই খুব ভালো। আমি আমার কাজগুলো নিয়ে আশাবাদী।’ এরই মধ্যে পূর্ণিমা আনিসুর রহমান মিলনের বিপরীতে তপু পরিচালিত ‘গোপনে’ নাটকের শুটিংয়ের কাজ শেষ করেছেন। এটিও আসছে ঈদে প্রচার হবে। আড্ডা বেশ জমে উঠছিল। নিজেদের অভিনয়ের ফিরিস্তি দিতে ব্যস্ত দুজনা। অভিনয় প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘এর আগে অলিক ভাইয়ের দুটো চলচ্চিত্রে গান করেছি। মজা করে তিনি প্রায়ই বলতেন অভিনয় করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যে তার নির্দেশনায় অভিনয় করব এটা ভাবিনি। যাই হোক শেষ পর্যন্ত অভিনয় করছি, এটা আমার জন্য যেমন নতুন অভিজ্ঞতা। ঠিক তেমনি পূর্ণিমা আপুুর সঙ্গে প্রথম কাজ আমার, অনেক ভালো লেগেছে কাজটি করে।’ হৃদয় খান প্রথম অভিনয় করেন মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘রূপকথা’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে হৃদয় খান বলেন, ‘অভিনয়ের জন্য যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমার ভেতরে কোনো ভয় কাজ করেনি। কাজের ব্যাপারে আগে থেকেই কিছুটা অভিজ্ঞতা ছিলই। মিউজিক ভিডিও করার সময় কাছ থেকে কাজগুলো দেখা হয়েছে। নাটকে যেমন ডায়ালগের সঙ্গে অ্যাক্টিং করতে হয়। আমার ডায়ালগ দেয়া, কেমন হল এসব নিয়ে তো একটু দুশ্চিন্তা থাকেই। সবকিছু সহজ হয়েছে পরিচালকদের সহযোগিতার কারণেই। দেখি দর্শক কীভাবে তা গ্রহণ করেন।
No comments