ফিরছেন পিটারসেন
বিশ্বকাপের মাঝপথে হার্নিয়ার ইনজুরি ক্রিকেট থেকেই দূরে সরিয়ে দিয়েছিল কেভিন পিটারসেনকে। এত দিন চিকিত্সাধীন থাকার পর আগামী সপ্তাহেই খেলায় ফিরছেন তিনি। আপাতত, কাউন্টি দল সারের হয়ে কেমব্রিজ এমসিসিইউর বিপক্ষে একটি তিন দিনের ম্যাচে মাঠে নামবেন তিনি।
সারের নেটে গতকালই কিছু সময় ব্যাট করেছেন পিটারসেন। আপাতত নিজেকে কিছুটা ফিট মনে করলেও আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী হয়ে উঠতে পারেননি তিনি। সূত্রমতে, পিটারসেন ২৬ মে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম টেস্টেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। চিকিত্সকেরাও মনে করছেন, তিনি ২৬ মের আগেই পুরোমাত্রায় ফিটনেস অর্জন করবেন।
বিবিসির একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে পিটারসেন অবশ্য নিজেকে পুরোপুরি সুস্থ দাবি করেননি। তিনি বলেছেন, ‘আমি এখনো পুরোপুরি ফিট নই। আমি ফিটনেস অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘কেমব্রিজের বিপক্ষে তিন দিনের ম্যাচটি আমার জন্য গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এর আগে অবশ্য কয়েকটি ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে আমাকে।’
গত মাসে পিটারসেন ইংল্যান্ডের অধিনায়কত্ব পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে তাঁকে সম্পূর্ণ উপেক্ষা করে ইংলিশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের তিন ফরম্যাটের জন্যই তিন অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে। অ্যান্ড্রু স্ট্রাউসকে টেস্ট অধিনায়ক রেখে অ্যালিস্টার কুক ও স্টুয়ার্ড ব্রডকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মনোনীত করা হয়েছে। ব্যাপারটি নিয়ে কথা বলেছেন পিটারসেনও। অবশ্য নিজে অধিনায়ক হতে না পারায় মন খারাপ ভাবটা একেবারেই প্রকাশ করেননি তিনি। বরং স্ট্রাউসের পাশাপাশি কুক ও ব্রডকে অভিনন্দনই জানিয়েছেন এই ড্যাশিং ব্যাটসম্যান। বলেছেন, ‘ব্যাপারটি সত্যিই দারুণ। আগে কখনো তিন অধিনায়কের অধীনে খেলেনি ইংল্যান্ড। কুক ও ব্রড ভবিষ্যতের কান্ডারি। ইংলিশ ক্রিকেটে দারুণ উত্তেজনাময় কিছু ভালো সময় অপেক্ষা করছে। ওদের অভিনন্দনই জানাব আমি।’
সারের নেটে গতকালই কিছু সময় ব্যাট করেছেন পিটারসেন। আপাতত নিজেকে কিছুটা ফিট মনে করলেও আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী হয়ে উঠতে পারেননি তিনি। সূত্রমতে, পিটারসেন ২৬ মে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম টেস্টেই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। চিকিত্সকেরাও মনে করছেন, তিনি ২৬ মের আগেই পুরোমাত্রায় ফিটনেস অর্জন করবেন।
বিবিসির একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে পিটারসেন অবশ্য নিজেকে পুরোপুরি সুস্থ দাবি করেননি। তিনি বলেছেন, ‘আমি এখনো পুরোপুরি ফিট নই। আমি ফিটনেস অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘কেমব্রিজের বিপক্ষে তিন দিনের ম্যাচটি আমার জন্য গুরুত্বপূর্ণ। সেই ম্যাচেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। এর আগে অবশ্য কয়েকটি ফিটনেস পরীক্ষায় উতরাতে হবে আমাকে।’
গত মাসে পিটারসেন ইংল্যান্ডের অধিনায়কত্ব পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে তাঁকে সম্পূর্ণ উপেক্ষা করে ইংলিশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের তিন ফরম্যাটের জন্যই তিন অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে। অ্যান্ড্রু স্ট্রাউসকে টেস্ট অধিনায়ক রেখে অ্যালিস্টার কুক ও স্টুয়ার্ড ব্রডকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মনোনীত করা হয়েছে। ব্যাপারটি নিয়ে কথা বলেছেন পিটারসেনও। অবশ্য নিজে অধিনায়ক হতে না পারায় মন খারাপ ভাবটা একেবারেই প্রকাশ করেননি তিনি। বরং স্ট্রাউসের পাশাপাশি কুক ও ব্রডকে অভিনন্দনই জানিয়েছেন এই ড্যাশিং ব্যাটসম্যান। বলেছেন, ‘ব্যাপারটি সত্যিই দারুণ। আগে কখনো তিন অধিনায়কের অধীনে খেলেনি ইংল্যান্ড। কুক ও ব্রড ভবিষ্যতের কান্ডারি। ইংলিশ ক্রিকেটে দারুণ উত্তেজনাময় কিছু ভালো সময় অপেক্ষা করছে। ওদের অভিনন্দনই জানাব আমি।’
No comments