তোপের মুখে নাওতো কান
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান তাঁর পদত্যাগের ব্যাপারে শর্ত আরোপ করায় গতকাল রাজনৈতিক নেতা ও পত্রপত্রিকার তোপের মুখে পড়েছেন। গত মার্চের দুর্যোগ মোকাবিলায় দুটি নতুন মন্ত্রীর পদ সৃষ্টি করায়ও তিনি সমালোচিত হয়েছেন।
জাপানের পত্রপত্রিকায় কানের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলা হয়েছে, এটি বিভ্রান্তিকর, অকার্যকর ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানোর চেষ্টা। এর আগে শিগগিরই পদত্যাগের অঙ্গীকার করে পার্লামেন্টে অনাস্থা ভোটে জয়ী হন কান। তবে পদত্যাগের ব্যাপারে নির্দিষ্ট সময়ের কথা তিনি উল্লেখ করেননি। তাঁর এই পদক্ষেপের সমালোচনা করেছেন নিজ দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের সদস্যরাও।
কান এই শর্ত দিয়েছেন যে তিনি কেবল তখনই পদত্যাগ করবেন, যখন ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন বাজেট, অর্থায়ন বিল ও নবায়নযোগ্য জ্বালানির প্রচারবিষয়ক আইন পার্লামেন্ট অধিবেশনে পাস হবে। পার্লামেন্টের মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত সোমবার নাওতো কান দুর্ঘটনার কারণে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয় মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কাজে সহযোগিতার জন্য দুটি মন্ত্রীর পদ সৃষ্টি করেন।
জাপানের পত্রপত্রিকায় কানের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলা হয়েছে, এটি বিভ্রান্তিকর, অকার্যকর ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদ আরও চার সপ্তাহ বাড়ানোর চেষ্টা। এর আগে শিগগিরই পদত্যাগের অঙ্গীকার করে পার্লামেন্টে অনাস্থা ভোটে জয়ী হন কান। তবে পদত্যাগের ব্যাপারে নির্দিষ্ট সময়ের কথা তিনি উল্লেখ করেননি। তাঁর এই পদক্ষেপের সমালোচনা করেছেন নিজ দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের সদস্যরাও।
কান এই শর্ত দিয়েছেন যে তিনি কেবল তখনই পদত্যাগ করবেন, যখন ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন বাজেট, অর্থায়ন বিল ও নবায়নযোগ্য জ্বালানির প্রচারবিষয়ক আইন পার্লামেন্ট অধিবেশনে পাস হবে। পার্লামেন্টের মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত সোমবার নাওতো কান দুর্ঘটনার কারণে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয় মোকাবিলা ও দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কাজে সহযোগিতার জন্য দুটি মন্ত্রীর পদ সৃষ্টি করেন।
No comments