শেখ জামালের প্রথম জয়
এএফসি কাপে এর আগে জয় দূরে থাক, ড্রও করতে পারেনি শেখ জামাল। এবার ভাগ্যের শিঁকে ছিঁড়েছে। অবশেষে জয়ের স্বাদ পেলেন কোচ শফিকুল ইসলাম মানিক। রেফারি ইয়াকুব সাইদ আবদুল্লাহ শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরের তেম্পাইন্স রোভার্সের ডাগআউটের দিকে হেঁটে যান মানিক ও মোশাররফ বাদল। হাত বাড়িয়ে দেন দলটির কোচ সুন্দরম মুর্তির দিকে। ওয়েডসন আনসেলমিসহ দলের খেলোয়াড়দের বুকে টেনে নেন। অধরা
জয়টা এবার ধরা দেয়ায় উল্লসিত পুরো শেখ জামাল দলই। নিজেদের মাটিতে ভিন্ন এক শেখ জামালকে দেখা গেল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেম্পাইন্স রোভার্সকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে শেখ জামাল। তবে এ জয় তাদের কোনো কাজে আসবে না পরিসংখ্যান সমৃদ্ধ করা ছাড়া। ই-গ্র“পে ফিলিপাইনের কেরেস লা সালে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে এবং সিঙ্গাপুরের তেম্পাইন্স রোভার ও মালয়েশিয়ার সেলেঙ্গর এফসি সাত পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আর পাঁচ ম্যাচে শেখ জামালের পয়েন্ট তিন।
জয়টা এবার ধরা দেয়ায় উল্লসিত পুরো শেখ জামাল দলই। নিজেদের মাটিতে ভিন্ন এক শেখ জামালকে দেখা গেল। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেম্পাইন্স রোভার্সকে ৩-২ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে শেখ জামাল। তবে এ জয় তাদের কোনো কাজে আসবে না পরিসংখ্যান সমৃদ্ধ করা ছাড়া। ই-গ্র“পে ফিলিপাইনের কেরেস লা সালে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে এবং সিঙ্গাপুরের তেম্পাইন্স রোভার ও মালয়েশিয়ার সেলেঙ্গর এফসি সাত পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। আর পাঁচ ম্যাচে শেখ জামালের পয়েন্ট তিন।
No comments