ভয়াবহ ভূমিকম্পের এক বছর আজ
নেপালের রাসুয়া জেলার ল্যাংট্যাং উপত্যকায় একটি চা-ঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় রসদ খচ্চরের সাহায্যে বহন করছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। স্থানটি এখন একটি ছোট কবরস্থান ছাড়া আর কিছুই নয়। ২০০৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে পর্বত-সংলগ্ন এ অঞ্চলে হিমবাহ, তুষারপাত ও শিলাবৃষ্টিতে ধ্বংসস্তূপে পরিণত হয় উপত্যকাটি (ডানে)। ভূকম্পনের তাণ্ডবে কাঠমান্ডুর ধারাহারা টাওয়ার ধসের পাশে ঠায় দাঁড়িয়ে রয়েছেন এলাকাবাসী (বাঁয়ে)। আজ এক বছর পরও সে ক্ষত শুকায়নি এএফপি
No comments