মাহমুদউল্লাহ-সাব্বির ভরসা হতে পারেন
টি ২০ বিশ্বকাপে ব্যাটিংয়ে বাংলাদেশের ভরসা হতে পারেন সাব্বির রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। টি ২০ ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন সাব্বির রহমান। আর ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ থেকে নিজের ব্যাটিং কৌশল পাল্টে ফেলেছেন মাহমুদউল্লাহ। এশিয়া কাপে দু’জনের দারুণ ব্যাটিং বিশ্বকাপে বাংলাদেশকে ভরসা জোগাচ্ছে। এশিয়া কাপে অন্যদের টপকে টুর্নামেন্টসেরা হয়েছেন সাব্বির রহমান। পাঁচ ম্যাচে তিনি করেছেন ১৭৬ রান। এশিয়া কাপে তার পরই দ্বিতীয় সর্বোচ্চ রান বিরাট কোহলির ১৫৩। শ্রীলংকার বিপক্ষে সর্বোচ্চ ৮০ রানের ইনিংস খেলেছেন সাব্বির। ভারতের বিপক্ষে এক ম্যাচে ৪৪ এবং অপর ম্যাচে ৩২ রানে অপরাজিত থাকেন। ইএসপিএন ক্রিকইনফোর সেরা এশিয়া একাদশে রয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। টি ২০ ক্রিকেট সাব্বিরেরও প্রিয় ফরম্যাট। এখন পর্যন্ত ১৯ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ৩২.৬৪ গড়ে করেছেন ৪৫৭ রান। টি ২০ ক্রিকেটে তার রয়েছে ৪৩ চার ও ১১ ছয়। ধারাবাহিক পারফরম্যান্সে নিজের র্যাংকিংয়েও উন্নতি করেছেন তিনি। ৪৪ ধাপ এগিয়ে সাব্বিরের র্যাংকিং এখন ২০তম।
মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে উন্নতিতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ আরও শক্তিশালী হয়েছে। নিজেকে ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করছেন তিনি। মাহমুদউল্লাহ টি ২০ ক্রিকেটে সর্বশেষ চার ম্যাচে অপরাজিত রয়েছেন। সর্বশেষ চার ম্যাচে তার রান ৩৬*, ২৩*, ৩২* ও ৩৩*। এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে তার দুর্দান্ত ব্যাটিং সবাইকে মুগ্ধ করেছে। মাত্র ১৩ বলে দুটি করে চার ও ছয়ে ৩৩* রান করেন তিনি। এশিয়া কাপের সেরা একাদশে মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন তিনি। তার ব্যাটিংয়ে স্বস্তি পাচ্ছেন অধিনায়ক মাশরাফিও। এশিয়া কাপ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘রিয়াদ আগের চেয়ে পরিপক্ব হয়েছে। আগে সে যে এত ভালো শট খেলতে পারত না তা নয়। অভিজ্ঞতা বেড়েছে। সেই সঙ্গে উন্নতিও হয়েছে। তার ব্যাটিং বিশ্বকাপে থাকলে বাংলাদেশের জন্য ভালো হবে।’ এশিয়া কাপে বাংলাদেশের তিন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান ভালো কিছু করতে পারেননি। বিশ্বকাপে তাদের জ্বলে ওঠার দিকেও তাকিয়ে আছে টাইগাররা। ওপেনার সৌম্য সরকার অবশ্য
শেষ দুই ম্যাচে রানে ফেরার
ইঙ্গিত দিয়েছেন।
টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের যা কিছু সেরা
সর্বোচ্চ রান
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট ৫০
সাকিব আল হাসান ১৮ ৪৩৮ ৮৪ ২৭.৩৭ ১২৯.৫৮ ২
তামিম ইকবাল ১৭ ২১৯ ৩২ ১২.৮৮ ৮৯.০২ ০
মুশফিকুর রহিম ১৮ ২১৪ ৪৭ ১৭.৮৩ ১০৪.৩৯ ০
মোহাম্মদ আশরাফুল ১১ ২১২ ৬৫ ১৯.২৭ ১৩৮.৫৬ ২
এনামুল হক ৭ ১৮৪ ৪৪* ৩০.৬৬ ১১৮.৭০ ০
সর্বোচ্চ উইকেট
বোলার ম্যাচ উইকেট সেরা গড় ইকোনোমি ৪ উইকেট
সাকিব আল হাসান ১৮ ২০ ৪/৩৪ ২১ ৬.৪৪ ১
আবদুর রাজ্জাক ১৫ ১৬ ২/১৬ ২২.৮৭ ৬.৮১ ০
আল-আমিন হোসেন৭ ১০ ৩/২১ ১৮.৭০ ৭.৩৩ ০
মাশরাফি মুর্তজা ১৬ ১০ ২/২৮ ৪৮.৪০ ৮.২৫ ০
মাহমুদউল্লাহ ১৫ ৭ ২/২৩ ২৮.৭১ ৬.৪৮ ০
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
স্কোর ওভার প্রতিপক্ষ ভেন্যু আসর
১৭৫/৬ ২০ পাকিস্তান পাল্লেকেলে ২০১২
১৬৫/৪ ১৮ ওয়েস্ট ইন্ডিজ জোহানেসবার্গ ২০০৭
১৫৫/৮ ২০ ভারত নটিংহাম ২০০৯
১৫৩/৫ ২০ অস্ট্রেলিয়া মিরপুর ২০১৪
১৫১/৭ ২০ পাকিস্তান গ্রস আইলেট ২০১০
সর্বনিু দলীয় সংগ্রহ
স্কোর ওভার প্রতিপক্ষ ভেন্যু আসর
৮৩ ১৫.৫ শ্রীলংকা জোহানেসবার্গ ২০০৭
৯৮ ১৯.১ ওয়েস্ট ইন্ডিজ মিরপুর ২০১৪
১০৮ ১৬.৩ হংকং চট্টগ্রাম ২০১৪
১১৪ ১৮.৪ অস্ট্রেলিয়া ব্রিজটাউন ২০১০
১২৩/৮ ২০ অস্ট্রেলিয়া কেপটাউন ২০০৭
শেষ দুই ম্যাচে রানে ফেরার
ইঙ্গিত দিয়েছেন।
টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের যা কিছু সেরা
সর্বোচ্চ রান
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট ৫০
সাকিব আল হাসান ১৮ ৪৩৮ ৮৪ ২৭.৩৭ ১২৯.৫৮ ২
তামিম ইকবাল ১৭ ২১৯ ৩২ ১২.৮৮ ৮৯.০২ ০
মুশফিকুর রহিম ১৮ ২১৪ ৪৭ ১৭.৮৩ ১০৪.৩৯ ০
মোহাম্মদ আশরাফুল ১১ ২১২ ৬৫ ১৯.২৭ ১৩৮.৫৬ ২
এনামুল হক ৭ ১৮৪ ৪৪* ৩০.৬৬ ১১৮.৭০ ০
সর্বোচ্চ উইকেট
বোলার ম্যাচ উইকেট সেরা গড় ইকোনোমি ৪ উইকেট
সাকিব আল হাসান ১৮ ২০ ৪/৩৪ ২১ ৬.৪৪ ১
আবদুর রাজ্জাক ১৫ ১৬ ২/১৬ ২২.৮৭ ৬.৮১ ০
আল-আমিন হোসেন৭ ১০ ৩/২১ ১৮.৭০ ৭.৩৩ ০
মাশরাফি মুর্তজা ১৬ ১০ ২/২৮ ৪৮.৪০ ৮.২৫ ০
মাহমুদউল্লাহ ১৫ ৭ ২/২৩ ২৮.৭১ ৬.৪৮ ০
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
স্কোর ওভার প্রতিপক্ষ ভেন্যু আসর
১৭৫/৬ ২০ পাকিস্তান পাল্লেকেলে ২০১২
১৬৫/৪ ১৮ ওয়েস্ট ইন্ডিজ জোহানেসবার্গ ২০০৭
১৫৫/৮ ২০ ভারত নটিংহাম ২০০৯
১৫৩/৫ ২০ অস্ট্রেলিয়া মিরপুর ২০১৪
১৫১/৭ ২০ পাকিস্তান গ্রস আইলেট ২০১০
সর্বনিু দলীয় সংগ্রহ
স্কোর ওভার প্রতিপক্ষ ভেন্যু আসর
৮৩ ১৫.৫ শ্রীলংকা জোহানেসবার্গ ২০০৭
৯৮ ১৯.১ ওয়েস্ট ইন্ডিজ মিরপুর ২০১৪
১০৮ ১৬.৩ হংকং চট্টগ্রাম ২০১৪
১১৪ ১৮.৪ অস্ট্রেলিয়া ব্রিজটাউন ২০১০
১২৩/৮ ২০ অস্ট্রেলিয়া কেপটাউন ২০০৭
No comments