দূতাবাসের বাইরে বেরোলেই খুন হবেন অ্যাসাঞ্জে!
দূতাবাসের
বাইরে বেরোলেই খুন হতে পারেন। শনিবার এমনটাই জানেলেন উইকিলিক্স
প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জে। তাকে আমেরিকার ড্রোন খুন করতে পারে বলে
নিজের বক্তব্যে বলেছেন জুলিয়ান।
তার কোথায়, “দূতাবাসের বারান্দায়ও যাওয়ার উপায় নেই আমার। আমি বেরোলেই সিআইএ-র ড্রোন আমায় খুন করবে।” একইসঙ্গে বিভিন্ন সূত্র থেকে তিনি যে তথ্য পেয়েছেন তাতে, তাকে বোমা হামলায়ও খতম করার চক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন জুলিয়ান। কোনো দিনই আর মুক্ত নাগরিক তিনি হতে পারবেন না বলেও দুঃখ প্রকাশ করেছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা।
২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জে। ১৯৫১ সালের ইকুয়েডর শরণার্থী সম্মেলনে গৃহীত প্রস্তাবের বলেই লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় পেয়েছেন জুলিয়ান। তার সংস্থার এক সুইডিশ কর্মীকে ধর্ষণ করারও অভিযোগ রয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে।
তার কোথায়, “দূতাবাসের বারান্দায়ও যাওয়ার উপায় নেই আমার। আমি বেরোলেই সিআইএ-র ড্রোন আমায় খুন করবে।” একইসঙ্গে বিভিন্ন সূত্র থেকে তিনি যে তথ্য পেয়েছেন তাতে, তাকে বোমা হামলায়ও খতম করার চক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন জুলিয়ান। কোনো দিনই আর মুক্ত নাগরিক তিনি হতে পারবেন না বলেও দুঃখ প্রকাশ করেছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা।
২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জে। ১৯৫১ সালের ইকুয়েডর শরণার্থী সম্মেলনে গৃহীত প্রস্তাবের বলেই লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় পেয়েছেন জুলিয়ান। তার সংস্থার এক সুইডিশ কর্মীকে ধর্ষণ করারও অভিযোগ রয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে।
No comments