ইসরাইলি অবরোধ না তোলা পর্যন্ত যুদ্ধ চলবে: হামাস
যুদ্ধবিরতি প্রসঙ্গে কায়রোতে ফিলিস্তিনি নানা পক্ষের বৈঠকের আগ মুহূর্তে ইসরাইলের সাথে কোন ধরনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন হামাসের সামরিক বিভাগের কমান্ডার। একটি বেশ কঠোর বার্তায় মোহাম্মদ দিইফ বলেন, ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনি সীমান্তে ইসরাইলি অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের যুদ্ধ চলবে।
খবর বিবিসি বাংলার। আগ্রাসন বন্ধ না হলে কোন ধরনের যুদ্ধবিরতি তার যোদ্ধারা মেনে নেবে না এমন মন্তব্য করে মোহাম্মদ দিইফ বলেন, তার যোদ্ধারা মৃত্যুর জন্য প্রস্তুত। ওদিকে গাজায় ইসরাইল তার বোমা হামলা আরো বাড়িয়ে দিয়েছে বলে খবর আসছে। গাযায় গত ২৪ ঘণ্টায় একশর বেশি বেসামরিক নাগরির নিহত হয়েছে। সব মিলিয়ে গত ২৩ দিনের হামলায় ১২শর বেশি মানুষ নিহত হয়েছে। এর একটি বিশাল অংশ শিশু। এর বাইরে আরো সাত হাজারের মতো মানুষ আহত হয়েছে। গাযার বেশির ভাগ এলাকা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে প্রায় দুলক্ষ নাগরিক তাদের আশ্রয়ে রয়েছে। ঘরছাড়া এই মানুষদের সাহায্য দিতে সেখানে জাতিসংঘের রসদ ফুরিয়ে আসছে। জাতিসংঘ বলছে ইসরাইলকে দুলক্ষ মানুষের ঘরছাড়া হওয়ার দায়ভার নিতে হবে।
No comments