কবিতা- শরত এলো by আবু সাইদ কামাল

সাদা মেঘের ভেলায় চড়ে
শরত এলো ঐ,
ভেলার ওপর আছে আবার
সাদা রঙের ছই।জ

নদীর বুকে দুপুর বেলায়
খ- ছায়া ফেলে,
মেঘের ভেলা ভেসে বেড়ায়
যেনো পাখা মেলে।

বিশাল আকাশ জুড়ে ওদের
আছেই চলাচল,
ঝাঁকে ঝাঁকে রোদ-সাগরে
ছুটে ওদের দল।





ঋতুর খেলা
আকবর খান পুলক

গ্রীষ্মকালে গরম পড়ে
বর্ষাকালে বৃষ্টি
শরৎকালে কাশবনে যাই
আহা একি অপরূপ সৃষ্টি।

হেমন্ততে কৃষক ঘরে
আমন ধানের উৎসবে
শীতকালে উনুন ধারে
রসের পিঠা ভাল লাগে।

বসন্ততে কোকিল ডাকে
ঋতুর খেলায় উঠি মেতে।

ন্যাশনাল ব্যাংক পাবলিক
স্কুল এ্যান্ড কলেজ, ৮ম শ্রেনি




সাদা বক
মঞ্জুর রহমান বাবু


পুকুর পাড়ে বাঁশের ঝাড়ে
হাজার বকের বাস,
সকাল-সন্ধে নাচে আনন্দে
সাদা করে চারিপাশ।

সকালে ওড়ে যায় বহুদূরে
জলে পড়ে নিঃশ্বাস,
জলের মাঝে মাছের খোঁজে
করে এপাশ-ওপাশ।

সন্ধ্যা হলে চলে দলে দলে
গ্রীষ্ম-বর্ষা বারমাস,
বাঁশের বনে স্বপ্ন বোনে
সুখে করে বসবাস।

বোশেখ মাসে ঝড়ের ত্রাসে
ভাঙে বকের নিবাস,
ঝড়ের রাতে মরে শত
মানুষরা হয় হতাশ।

No comments

Powered by Blogger.