যে খবর নাড়া দেয়- নতুর দিনের পদধ্বনি
নিচে আদিগন্ত সবুজ ধানখেত আর ওপরে নীলাকাশ। ছবিটা সত্যিই মুগ্ধ করে! অর্থ কেলেঙ্কারি, হত্যা, খুন ইত্যাদি সংবাদ পেরিয়ে এসে পাঠকচোখ এই জায়গায় এসে দুদণ্ড স্বস্তি পায়। কেবল চোখ আর মনের স্বস্তি দিয়ে শেষ নয়। ছবিটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আরও একটি সংবাদ উপাদানের উপস্থিতির কারণে, সেটি অভিনবত্ব।
কৃষক ফসলের মাঠে কাজ করেন আর কিষানি খাবার নিয়ে যান মাঠে। ফসলের মাঠের এই দৃশ্যকেই চিরাচরিত জানি আমরা। কিন্তু রংপুরের কাউনিয়া উপজেলার এই চিত্র সেই চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ করে। চেয়ে দেখুন, খেতে নিড়ানি দিচ্ছেন যাঁরা, তাঁদের একটি বড় অংশই নারী। নারী-পুরুষ একসঙ্গে ধানখেতে কাজ করার এই দৃশ্য এখনো খানিকটা অভিনব তো বটেই। (সূত্র: প্রথম আলো, পৃষ্ঠা ৫, ২ সেপ্টেম্বর, ২০১২)।
এমন একটা সময় নিশ্চয়ই আসবে, যখন এই দৃশ্য দেখে আমাদের আর ‘অবাক’ হতে হবে না। এমনকি গ্রামাঞ্চলের নারী-পুরুষ একসঙ্গে মিলে সব ধরনের কাজ করবেন অবলীলায়। দিন সত্যিই বদলাচ্ছে।
রংপুরের বনপাড়া গ্রামের এই ছবি সেই দিনদবলেরই সংকেত।
—ইকবাল হোসাইন চৌধুরী
No comments