সত্যিকারের সবজান্তা- প্যারালিম্পিক গেমস
হাঙ্গেরির ফেন্সার পল সেকেরেস একমাত্র খেলোয়াড়, যিনি অলিম্পিক ও প্যারালিম্পিক উভয় গেমসেই পদক পেয়েছেন। ১৯৮৮ অলিম্পিকে তাম্রপদক পাওয়ার পর একটি দুর্ঘটনায় আহত হয়ে তিনি প্যারালিম্পিকে অংশ নেন।
নরওয়ের প্যারালিম্পিয়ান র্যাগনহিল্ড মাইকেল বাস্ট শীতকালীন প্যারালিম্পিক গেমসে সর্বাধিক পদক জেতা খেলোয়াড়। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তিনি মোট ২২টি পদক জিতেছেন, যার মধ্যে ১৭টিই স্বর্ণপদক।
নরওয়ের প্যারালিম্পিয়ান র্যাগনহিল্ড মাইকেল বাস্ট শীতকালীন প্যারালিম্পিক গেমসে সর্বাধিক পদক জেতা খেলোয়াড়। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তিনি মোট ২২টি পদক জিতেছেন, যার মধ্যে ১৭টিই স্বর্ণপদক।
গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমসে এই খেতাবের অধিকারী যুক্তরাষ্ট্রের সাঁতারু ট্রিসকা জর্ন, তাঁর জেতা পদকসংখ্যা ৫৫।
নিউজিল্যান্ডের তিরন্দাজ নেরোলি ফেয়ারহল প্রথম প্যারালিম্পিয়ান যিনি অলিম্পিক গেমসে অংশ নেন। ১৯৮৪ অলিম্পিক আর্চারিতে অংশ নিয়ে তিনি ৩৪তম স্থান অধিকার করেন।
২০০৪ সালে এথেন্সে অ্যাথলেট মোহাম্মদ শামসুদ্দিন বাংলাদেশের হয়ে প্যারালিম্পিকে অংশ নেন।
২০১২ প্যারালিম্পিকে ১৭ বছর বয়সী এলি সাইমন্ডস রেকর্ড সময়ে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে সাঁতারে সোনা জেতেন।
উইকিপিডিয়া অবলম্বনে: নাদিরা মুসতারী
নিউজিল্যান্ডের তিরন্দাজ নেরোলি ফেয়ারহল প্রথম প্যারালিম্পিয়ান যিনি অলিম্পিক গেমসে অংশ নেন। ১৯৮৪ অলিম্পিক আর্চারিতে অংশ নিয়ে তিনি ৩৪তম স্থান অধিকার করেন।
২০০৪ সালে এথেন্সে অ্যাথলেট মোহাম্মদ শামসুদ্দিন বাংলাদেশের হয়ে প্যারালিম্পিকে অংশ নেন।
২০১২ প্যারালিম্পিকে ১৭ বছর বয়সী এলি সাইমন্ডস রেকর্ড সময়ে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে সাঁতারে সোনা জেতেন।
উইকিপিডিয়া অবলম্বনে: নাদিরা মুসতারী
No comments