‘আগস্টে পদত্যাগে প্রস্তুত নাওতো কান’
জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান আগামী আগস্টে পদত্যাগের জন্য প্রস্তুত। সে দেশের ক্ষমতাসীন জোটের এক নেতা গতকাল রোববার এ কথা বলেছেন।
ক্ষমতাসীন জোটের শরিক দল পিপলস নিউ পার্টির নেতা শিজুকা কামেই গতকাল আশাহি টেলিভিশনকে বলেন, ‘তাঁর (নাওতো কান) ইচ্ছা, আগস্টের শেষ নাগাদ নিজের কাজ সম্পন্ন করা।’ শিজুকা আরও বলেন, এক বৈঠকের সময় প্রধানমন্ত্রী তাঁকে এ কথা জানান।
গত সপ্তাহে বিরোধীদের অনাস্থা ভোটে অল্পের জন্য রক্ষা পান নাওতো কান। সে সময় তাঁর নিজের দলের সমর্থকেরাও বিপক্ষে ভোট দেওয়ার হুমকি দিয়েছিলেন। অনাস্থা ভোটের পর প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী বছর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
ক্ষমতাসীন জোটের শরিক দল পিপলস নিউ পার্টির নেতা শিজুকা কামেই গতকাল আশাহি টেলিভিশনকে বলেন, ‘তাঁর (নাওতো কান) ইচ্ছা, আগস্টের শেষ নাগাদ নিজের কাজ সম্পন্ন করা।’ শিজুকা আরও বলেন, এক বৈঠকের সময় প্রধানমন্ত্রী তাঁকে এ কথা জানান।
গত সপ্তাহে বিরোধীদের অনাস্থা ভোটে অল্পের জন্য রক্ষা পান নাওতো কান। সে সময় তাঁর নিজের দলের সমর্থকেরাও বিপক্ষে ভোট দেওয়ার হুমকি দিয়েছিলেন। অনাস্থা ভোটের পর প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী বছর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
No comments