পাকিস্তানে যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে নিহত ৬
পাকিস্তানে পেশোয়ারের কাছে গতকাল রোববার একটি পার্ক করা যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও ১১ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পেশোয়ারের ২০ কিলোমিটার দক্ষিণে মাতানি নামক জায়গার একটি বাজারের কাছে একটি বাস টর্মিনালে ওই বিস্ফোরণ ঘটে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও এক শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের পেশোয়ারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।
পেশোয়ারের পুলিশপ্রধান মোহাম্মদ ইজাজ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, এক ব্যক্তি ওই বাসটিতে উঠে একটি প্যাকেট রেখে যান। এ সময় তিনি যাত্রীদের বলেন, শিগগিরই তিনি ফিরে আসবেন। এর কিছুক্ষণের মধ্যেই ওই প্যাকেটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় কেউ দায়িত্ব স্বীকার করেনি।
পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পেশোয়ারের ২০ কিলোমিটার দক্ষিণে মাতানি নামক জায়গার একটি বাজারের কাছে একটি বাস টর্মিনালে ওই বিস্ফোরণ ঘটে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও এক শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের পেশোয়ারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।
পেশোয়ারের পুলিশপ্রধান মোহাম্মদ ইজাজ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, এক ব্যক্তি ওই বাসটিতে উঠে একটি প্যাকেট রেখে যান। এ সময় তিনি যাত্রীদের বলেন, শিগগিরই তিনি ফিরে আসবেন। এর কিছুক্ষণের মধ্যেই ওই প্যাকেটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় কেউ দায়িত্ব স্বীকার করেনি।
No comments