ইনফোসিস ও টিভিএস একীভূত!
ভারতের শীর্ষস্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠান ইনফোসিস ও মোটরবাইক নির্মাণ প্রতিষ্ঠান টিভিএস যেন ‘একীভূত’ হয়ে গেল। এ একীভূত হওয়া ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে নয়। বরং একে ‘সামাজিক একীভূত’ হিসেবে অভিহিত করা যেতে পারে। ইনফোসিসের প্রধান উদ্যোক্তার ছেলে রোহান ও টিভিএস গ্রুপের চেয়ারম্যানের মেয়ে লক্ষ্মী ভেনু বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম একে দুটি প্রতিষ্ঠানের এক ধরনের ‘মার্জার’ হিসেবে অভিহিত করেছে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা এল কে আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম, কামাল নাথ, আনন্দ শর্মা, জি কে ভাসানসহ অনেক শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ী।
২৮ বছরের রোহান মার্থি ইনফোসিসের প্রধান উদ্যোক্তা এন আর নারায়ণ মার্থির ছেলে। তিনি মাইক্রোসফটের একজন ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডির জন্য লেখাপড়া করছেন। আর ২৭ বছর বয়সী লক্ষ্মী ভেনু টিভিএস গ্রুপের চেয়ারম্যান ভেনু শ্রীনিবাসের মেয়ে।
গতকাল রোববার স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে লক্ষ্মীর গলায় মঙ্গলসূত্র বেঁধে দেন রোহান। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা এল কে আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম, কামাল নাথ, আনন্দ শর্মা, জি কে ভাসানসহ অনেক শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ী।
২৮ বছরের রোহান মার্থি ইনফোসিসের প্রধান উদ্যোক্তা এন আর নারায়ণ মার্থির ছেলে। তিনি মাইক্রোসফটের একজন ফেলো এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডির জন্য লেখাপড়া করছেন। আর ২৭ বছর বয়সী লক্ষ্মী ভেনু টিভিএস গ্রুপের চেয়ারম্যান ভেনু শ্রীনিবাসের মেয়ে।
গতকাল রোববার স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে লক্ষ্মীর গলায় মঙ্গলসূত্র বেঁধে দেন রোহান। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
No comments