নির্বাচনে বিপর্যয় নিয়ে আলোচনা
পশ্চিমবঙ্গের বিরোধী জোট বাম ফ্রন্টের প্রধান শরিক সিপিএমের রাজ্য কমিটির দুই দিনব্যাপী এক বৈঠক গতকাল রোববার শেষ হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনে ব্যাপক পরাজয়ের পর এই প্রথম কলকাতায় সিপিএমের বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে যোগ দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ রাজ্যস্তরের নেতারা। এই বৈঠকে এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক বিপর্যয়, পরাজয়ের বিভিন্ন কারণ ও দলের সাংগঠনিক ভিত শক্ত ও দলের অবস্থান সুদৃঢ় করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া গত ১৩ মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গোটা রাজ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের হাতে সিপিএমের কর্মী-সমর্থকদের খুন হওয়া ও নির্যাতনের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে যোগ দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যসহ রাজ্যস্তরের নেতারা। এই বৈঠকে এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক বিপর্যয়, পরাজয়ের বিভিন্ন কারণ ও দলের সাংগঠনিক ভিত শক্ত ও দলের অবস্থান সুদৃঢ় করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া গত ১৩ মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গোটা রাজ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের হাতে সিপিএমের কর্মী-সমর্থকদের খুন হওয়া ও নির্যাতনের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।
No comments