প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার জয়
তিলকরত্নে দিলশান দ্রুত ইনিংস ঘোষণা করেছিলেন বোলারদের অনুশীলনের সুযোগ দিতে। সেই সুযোগটা পেয়ে তরুণ বোলাররা শ্রীলঙ্কাকে ম্যাচটা জিতিয়েই দিলেন। দ্বিতীয় ইনিংসে মিডলসেক্স গুটিয়ে গেছে ১৬১ রানে। ইংল্যান্ড সফরের প্রথম প্রস্তুতি ম্যাচ জয়ের জন্য প্রয়োজনীয় ২১৩ রান শ্রীলঙ্কা তুলে নিয়েছে ৪৪ ওভারে ৬ উইকেট হারিয়ে। সর্বোচ্চ ৪৯ করেছেন সামারাবিরা।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রস্তুতি ভালো হয়েছে দুই অধিনায়কেরও। অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫১ ও ড্যান হাউসেগোর ১০৪ রানে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫১ রান করে ইনিংস ঘোষণা করেছিল মিডলসেক্স। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করে ২ উইকেটে ৩০৯ রান তুলে। ১২৩ রান করে স্বেচ্ছায় উইকেট ছাড়েন দিলশান, ১০৩ রান করেন আরেক ওপেনার পারানাভিতানা।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রস্তুতি ভালো হয়েছে দুই অধিনায়কেরও। অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫১ ও ড্যান হাউসেগোর ১০৪ রানে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫১ রান করে ইনিংস ঘোষণা করেছিল মিডলসেক্স। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করে ২ উইকেটে ৩০৯ রান তুলে। ১২৩ রান করে স্বেচ্ছায় উইকেট ছাড়েন দিলশান, ১০৩ রান করেন আরেক ওপেনার পারানাভিতানা।
No comments