সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ নিহত ৬
সিরিয়ায় বিভিন্ন শহরে গত শুক্রবার ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হয়েছে। সম্প্রতি আরব বিশ্বে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর সিরিয়ায় এটা ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।
দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে বিক্ষোভ ব্যাপক সহিংসতায় রূপ নেয়। শুক্রবার জুমার নামাজ শেষে দুই থেকে তিন হাজার বিক্ষোভকারী একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। তারা সিরিয়ায় রাজনৈতিক সংস্কার ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের দুর্নীতির অবসানের দাবিতে স্লোগান দেয়। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর প্রথমে জলকামান ব্যবহার করে, পরে গুলি চালায়। গুলিতে ছয়জন নিহত হয়। সরকার এ প্রাণহানির খবর অস্বীকার করেছে। এ ছাড়া ভূ-মধ্যসাগর তীরবর্তী বানিয়াস শহরেও ব্যাপক বিক্ষোভ হয়।
দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে বিক্ষোভ ব্যাপক সহিংসতায় রূপ নেয়। শুক্রবার জুমার নামাজ শেষে দুই থেকে তিন হাজার বিক্ষোভকারী একটি শান্তিপূর্ণ মিছিল বের করে। তারা সিরিয়ায় রাজনৈতিক সংস্কার ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের দুর্নীতির অবসানের দাবিতে স্লোগান দেয়। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর প্রথমে জলকামান ব্যবহার করে, পরে গুলি চালায়। গুলিতে ছয়জন নিহত হয়। সরকার এ প্রাণহানির খবর অস্বীকার করেছে। এ ছাড়া ভূ-মধ্যসাগর তীরবর্তী বানিয়াস শহরেও ব্যাপক বিক্ষোভ হয়।
No comments