বেইজিংয়ের বাসিন্দারা দুটির বেশি ফ্ল্যাট কিনতে পারবেন না
চীনের রাজধানী বেইজিংয়ের স্থায়ী বাসিন্দারা দুটির বেশি ফ্ল্যাট কিনতে পারবেন না। অন্যরা একটির বেশি কিনতে পারবেন না। সম্প্রতি বেইজিংয়ে ফ্ল্যাটের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোয় বেইজিং ছাড়াও চীনের বেশ কয়েকটি শহরে ফ্ল্যাটের দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, বেইজিংয়ে ফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণে তাদের নতুন সিদ্ধান্ত বেশ কাজ দেবে। সম্প্রতি বাড়ি নির্মাণ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মনে করে কর্তৃপক্ষ।
ব্যাংকে অর্থ রেখে পাওয়া লাভের চেয়ে ফ্ল্যাটে বিনিয়োগ করলে অনেক বেশি লাভ পাওয়া যায় বলে বিনিয়োগকারীরা সেদিকেই ঝুঁকছেন। এ কারণেও ফ্ল্যাটের দাম বাড়ছে বলে মনে করছেন অনেকে।
আবাসন খাতের বিশেষজ্ঞ তিয়ানকুয়েন মনে করেন, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা স্বল্পমেয়াদি। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ ফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণের জন্যই এটা করেছে। তবে আমার মনে হয় না এটা খুব একটা কাজে আসবে
সাম্প্রতিক বছরগুলোয় বেইজিং ছাড়াও চীনের বেশ কয়েকটি শহরে ফ্ল্যাটের দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, বেইজিংয়ে ফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণে তাদের নতুন সিদ্ধান্ত বেশ কাজ দেবে। সম্প্রতি বাড়ি নির্মাণ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মনে করে কর্তৃপক্ষ।
ব্যাংকে অর্থ রেখে পাওয়া লাভের চেয়ে ফ্ল্যাটে বিনিয়োগ করলে অনেক বেশি লাভ পাওয়া যায় বলে বিনিয়োগকারীরা সেদিকেই ঝুঁকছেন। এ কারণেও ফ্ল্যাটের দাম বাড়ছে বলে মনে করছেন অনেকে।
আবাসন খাতের বিশেষজ্ঞ তিয়ানকুয়েন মনে করেন, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা স্বল্পমেয়াদি। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ ফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণের জন্যই এটা করেছে। তবে আমার মনে হয় না এটা খুব একটা কাজে আসবে
No comments