মরিনহোর চ্যালেঞ্জ চেলসির চোট
রিয়াল মাদ্রিদে মরিনহো-কারিশমার শুরু মৌসুমের শুরুতেই। ১১ ম্যাচে ৯টি জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের শীর্ষে তাঁর দল। তবে পর্তুগিজ কোচের সবচেয়ে বড় পরীক্ষাটা সম্ভবত সামনেই। সেটা ‘এল ক্লাসিকো’। রিয়াল-বার্সার ধ্রুপদি লড়াই। এই লড়াইয়ের আগে ‘ছোট্ট’ একটা চ্যালেঞ্জ আছে মরিনহোর—শীর্ষে থেকেই এল ক্লাসিকো খেলতে যাওয়া। আর এর জন্য আজ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জিততে হবে। আজ মাঠে নামছে বার্সেলোনাও। আলমেরিয়ার মাঠে যাচ্ছে কাতালানরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে কার্লো আনচেলত্তির শুরুটাও হয়েছিল রিয়ালের মতোই। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আনচেলত্তির দলও। তবে সর্বশেষ লিগ ম্যাচে তালটা কেটে গেছে। সান্ডারল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরে গেছে চেলসি। হঠাৎই এই তাল কেটে যাওয়ার অন্যতম কারণ চোট। আজ আবার বার্মিংহামের বিপক্ষে ম্যাচ ‘ব্লু’দের। এ ম্যাচের আগেও আনচেলত্তির সমস্যা সেই চোট। মূল দুই ডিফেন্ডার অ্যালেক্স ও টেরিকে পাচ্ছেন না তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে কার্লো আনচেলত্তির শুরুটাও হয়েছিল রিয়ালের মতোই। পয়েন্ট তালিকার শীর্ষে আছে আনচেলত্তির দলও। তবে সর্বশেষ লিগ ম্যাচে তালটা কেটে গেছে। সান্ডারল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরে গেছে চেলসি। হঠাৎই এই তাল কেটে যাওয়ার অন্যতম কারণ চোট। আজ আবার বার্মিংহামের বিপক্ষে ম্যাচ ‘ব্লু’দের। এ ম্যাচের আগেও আনচেলত্তির সমস্যা সেই চোট। মূল দুই ডিফেন্ডার অ্যালেক্স ও টেরিকে পাচ্ছেন না তিনি।
No comments