বিশ্বে সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী চীনে
বিশ্বের সবচেয়ে বেশি ডায়াবেটিস-আক্রান্ত লোকের দেশ চীন। সে দেশে নয় কোটি ২৪ লাখ লোক ডায়াবেটিসে আক্রান্ত। তবে এদের মধ্যে ৬১ শতাংশ লোক তাদের আক্রান্ত হওয়ার কথা জানে না। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে সম্প্রতি এ কথা জানায়।
প্রতিবেদনে চীনা ডায়াবেটিস সোসাইটির প্রধান জি লিনোংয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দুর্বল জনসচেতনতা কার্যক্রম ও সীমিতসংখ্যক প্রাথমিক শনাক্তকারী সেবাব্যবস্থার কারণে অধিকাংশ ডায়াবেটিস-আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না।
প্রতিবেদনে বলা হয়, এক গবেষণায় দেখা গেছে, চীনে প্রতিবছর চিকিৎসা খাতে মোট যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার ১৩ শতাংশ (আড়াই হাজার কোটি ডলার) ব্যয় হয় ডায়াবেটিস-আক্রান্তদের পেছনে।
জি লিনোং বলেছেন, আগামী ১০ থেকে ২০ বছরে এ ব্যয়ের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে।
প্রতিবেদনে চীনা ডায়াবেটিস সোসাইটির প্রধান জি লিনোংয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দুর্বল জনসচেতনতা কার্যক্রম ও সীমিতসংখ্যক প্রাথমিক শনাক্তকারী সেবাব্যবস্থার কারণে অধিকাংশ ডায়াবেটিস-আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না।
প্রতিবেদনে বলা হয়, এক গবেষণায় দেখা গেছে, চীনে প্রতিবছর চিকিৎসা খাতে মোট যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার ১৩ শতাংশ (আড়াই হাজার কোটি ডলার) ব্যয় হয় ডায়াবেটিস-আক্রান্তদের পেছনে।
জি লিনোং বলেছেন, আগামী ১০ থেকে ২০ বছরে এ ব্যয়ের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে।
No comments