সৌদিকে সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া
সৌদি আরবে ইন্দোনেশিয়ার নারী গৃহকর্মীকে হত্যা ও নির্যাতনের ঘটনা সম্পর্কিত প্রতিবেদনের তদন্ত দাবি করেছে ইন্দোনেশিয়া।
গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ৩৬ বছর বয়সী কিকিম কমালাসারি নামে ইন্দোনেশিয়ার এক নারী গৃহকর্মীকে নির্যাতন করে হত্যা করে নর্দমায় ফেলে দিয়েছে তাঁর চাকরিদাতারা।
এর আগে গত বৃহস্পতিবার আরেক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁর নাম সুমিয়াতি বিন্তি সালান। মদিনার একটি হাসপাতাল থেকে তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিন্তির মুখে গভীর ক্ষত রয়েছে। ঠোঁট কেটে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো এ নির্যাতন অমানবিকতাকেও ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘একটি তদন্ত দল সৌদি আরবের আভায় পাঠানো হয়েছে। আমি আশা করছি, আইন অনুযায়ী দোষীদের শাস্তি দেওয়া হবে।’
গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ৩৬ বছর বয়সী কিকিম কমালাসারি নামে ইন্দোনেশিয়ার এক নারী গৃহকর্মীকে নির্যাতন করে হত্যা করে নর্দমায় ফেলে দিয়েছে তাঁর চাকরিদাতারা।
এর আগে গত বৃহস্পতিবার আরেক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁর নাম সুমিয়াতি বিন্তি সালান। মদিনার একটি হাসপাতাল থেকে তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিন্তির মুখে গভীর ক্ষত রয়েছে। ঠোঁট কেটে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো এ নির্যাতন অমানবিকতাকেও ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘একটি তদন্ত দল সৌদি আরবের আভায় পাঠানো হয়েছে। আমি আশা করছি, আইন অনুযায়ী দোষীদের শাস্তি দেওয়া হবে।’
No comments