এশিয়ান গেমসে যাবেন না রিফাত
এবারের অলিম্পিয়াডের জন্য গ্র্যান্ডমাস্টার ছাড়াই দল গড়েছে দাবা ফেডারেশন। এশিয়ান গেমসেও বলতে গেলে একই অবস্থা। পুরুষ দলে দুজন গ্র্যান্ডমাস্টার সুযোগ পেলেও সংশয় আছে একজনের যাওয়া নিয়ে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আছেন, তবে আগামী নভেম্বরে রিফাত বিন সাত্তারের চীনে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে চূড়ান্ত দলের নাম পাওয়ার পরই রিফাত বিন সাত্তারকে ই-মেইলে চীনে যাওয়ার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত তার কোনো উত্তর পায়নি ফেডারেশন। ফেডারেশন সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন দাবি করছেন, মৌখিকভাবে চীনে যাওয়ার ব্যাপারে অনাগ্রহের কথা জানিয়েছেন রিফাত। খবরটা নিশ্চিত করতে টেলিফোনে রিফাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত যদি রিফাতকে ছাড়াই এশিয়ান গেমসে যেতে হয় তাহলে কে হবেন বিকল্প খেলোয়াড়? মোকাদ্দেস হোসাইন জানালেন, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে র্যাঙ্কিং অনুসারে পরবর্তী খেলোয়াড়কেই সুযোগ দেওয়া হবে।’ সেই অনুযায়ী দেবরাজ চ্যাটার্জির যাওয়ার সম্ভাবনাই বেশি। আগামী ১২ নভেম্বর চীনের গুয়াংজুতে শুরু হচ্ছে এশিয়ান গেমস
অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে চূড়ান্ত দলের নাম পাওয়ার পরই রিফাত বিন সাত্তারকে ই-মেইলে চীনে যাওয়ার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত তার কোনো উত্তর পায়নি ফেডারেশন। ফেডারেশন সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন দাবি করছেন, মৌখিকভাবে চীনে যাওয়ার ব্যাপারে অনাগ্রহের কথা জানিয়েছেন রিফাত। খবরটা নিশ্চিত করতে টেলিফোনে রিফাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত যদি রিফাতকে ছাড়াই এশিয়ান গেমসে যেতে হয় তাহলে কে হবেন বিকল্প খেলোয়াড়? মোকাদ্দেস হোসাইন জানালেন, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে র্যাঙ্কিং অনুসারে পরবর্তী খেলোয়াড়কেই সুযোগ দেওয়া হবে।’ সেই অনুযায়ী দেবরাজ চ্যাটার্জির যাওয়ার সম্ভাবনাই বেশি। আগামী ১২ নভেম্বর চীনের গুয়াংজুতে শুরু হচ্ছে এশিয়ান গেমস
No comments