ছুটিতে শুল্ক স্টেশন ও ব্যাংক খোলা রাখার ব্যবস্থা গৃহীত
দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পর্কিত লেনদেনের সুবিধার্থে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) ও কাল শনিবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সংশ্লিষ্ট বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দরগুলোয় অবস্থিত ব্যাংকের এডি (বৈদেশিক মুদ্রা বিনিময়) শাখা খোলা রাখা যাবে।
এসব শাখাসহ সংশ্লিষ্ট অন্যান্য শাখাও ব্যাংক কর্তৃপক্ষ নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে এই নির্দেশনা দেয়।
অন্যদিকে পোশাকশিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে ঈদের আগে তিনটি ছুটির দিনে—আজ শুক্রবার, কাল শনিবার ও আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড গতকাল এই নির্দেশনা জারি করেছে।
এই সুবিধার পরিপ্রেক্ষিতে বিজিএমইএ তার সদস্যদের উল্লিখিত দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার জন্য কাস্টমস স্টেশন এবং ব্যাংকগুলোর এডি শাখা থেকে সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
এসব শাখাসহ সংশ্লিষ্ট অন্যান্য শাখাও ব্যাংক কর্তৃপক্ষ নিজস্ব বিবেচনায় খোলা রাখতে পারবে।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে এই নির্দেশনা দেয়।
অন্যদিকে পোশাকশিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে ঈদের আগে তিনটি ছুটির দিনে—আজ শুক্রবার, কাল শনিবার ও আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের অন্যান্য কাস্টমস স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড গতকাল এই নির্দেশনা জারি করেছে।
এই সুবিধার পরিপ্রেক্ষিতে বিজিএমইএ তার সদস্যদের উল্লিখিত দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার জন্য কাস্টমস স্টেশন এবং ব্যাংকগুলোর এডি শাখা থেকে সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
No comments