বিশেষ বৈঠক ডেকেছে জাতিসংঘ
সম্প্রতি বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বিশেষ বৈঠক ডেকেছে। গতকাল শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এ কথা জানায়।
সংস্থাটির মুখপাত্র ক্রিস্টোফার ম্যাথিউস জানান, খাদ্য-সংকটের কারণে দুই বছর আগে বিশ্বের বিভিন্ন স্থানে দাঙ্গা হয়েছে। সে রকম অবস্থা আবার হতে পারে—সদস্য দেশগুলোর এমন আশঙ্কা প্রকাশ করায় এই বিশেষ বৈঠকের আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর ইতালির রাজধানী রোমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রাশিয়া গম রপ্তানি বন্ধ করে দেওয়ার পর গত দুই মাসে খাদ্যদ্রব্যের দাম পাঁচ শতাংশ বেড়েছে । গত সপ্তাহে খাদ্যদ্রব্যের মূল্য বাড়াকে কেন্দ্র করে মোজাম্বিকে ব্যাপক দাঙ্গা হয়েছে। এ ছাড়া মিসর, রাশিয়া ও পাকিস্তানে ব্যাপক গণ-অসন্তোষ দেখা দিয়েছে।
সংস্থাটির মুখপাত্র ক্রিস্টোফার ম্যাথিউস জানান, খাদ্য-সংকটের কারণে দুই বছর আগে বিশ্বের বিভিন্ন স্থানে দাঙ্গা হয়েছে। সে রকম অবস্থা আবার হতে পারে—সদস্য দেশগুলোর এমন আশঙ্কা প্রকাশ করায় এই বিশেষ বৈঠকের আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর ইতালির রাজধানী রোমে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
রাশিয়া গম রপ্তানি বন্ধ করে দেওয়ার পর গত দুই মাসে খাদ্যদ্রব্যের দাম পাঁচ শতাংশ বেড়েছে । গত সপ্তাহে খাদ্যদ্রব্যের মূল্য বাড়াকে কেন্দ্র করে মোজাম্বিকে ব্যাপক দাঙ্গা হয়েছে। এ ছাড়া মিসর, রাশিয়া ও পাকিস্তানে ব্যাপক গণ-অসন্তোষ দেখা দিয়েছে।
No comments