ভারতের ৮ রাজ্যে মাওবাদীদের ৪৮ ঘণ্টা বনধের ডাক
ভারতে মাওবাদীদের কেন্দ্রীয় নেতা ও দলের মুখপাত্র চেরুকুরি রাজকুমার ওরফে আজাদ হত্যার প্রতিবাদে আটটি রাজ্যে আবারও ৪৮ ঘণ্টার একটানা বনধ ডেকেছে মাওবাদীরা। ১৩ সেপ্টেম্বর (বুধবার) এ বনধ শুরু হবে, শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
জানা গেছে, মাওবাদী অধ্যুষিত ছয়টি রাজ্য এবং মহারাষ্ট্রের তিনটি জেলা ও মধ্য প্রদেশের একটি জেলায় এই বনধ আহ্বান করা হয়েছে। মাওবাদী অধ্যুষিত রাজ্য ছয়টি হলো অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার ও পশ্চিমবঙ্গ। আজ শনিবার কিষেনজির পক্ষে মাওবাদী নেতা রাজু টেলিফোনে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রাজু অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কোন্নিজিতি রোসাইয়া ও পুলিশের মহানির্দেশক গিরীশ কুমার আজাদ হত্যার জন্য দায়ী। আর এই হত্যার রহস্য তদন্তের দাবিতেই আমরা ৪৮ ঘণ্টার বনধ আহ্বান করেছি।’
মাওবাদীরা চিদাম্বরমের ইস্তফা দাবি করেন এবং তিন সাবেক বিচারপতির সমন্বয়ে আজাদের হত্যা রহস্য তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানান।
জানা গেছে, মাওবাদী অধ্যুষিত ছয়টি রাজ্য এবং মহারাষ্ট্রের তিনটি জেলা ও মধ্য প্রদেশের একটি জেলায় এই বনধ আহ্বান করা হয়েছে। মাওবাদী অধ্যুষিত রাজ্য ছয়টি হলো অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার ও পশ্চিমবঙ্গ। আজ শনিবার কিষেনজির পক্ষে মাওবাদী নেতা রাজু টেলিফোনে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
রাজু অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী কোন্নিজিতি রোসাইয়া ও পুলিশের মহানির্দেশক গিরীশ কুমার আজাদ হত্যার জন্য দায়ী। আর এই হত্যার রহস্য তদন্তের দাবিতেই আমরা ৪৮ ঘণ্টার বনধ আহ্বান করেছি।’
মাওবাদীরা চিদাম্বরমের ইস্তফা দাবি করেন এবং তিন সাবেক বিচারপতির সমন্বয়ে আজাদের হত্যা রহস্য তদন্তের জন্য একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানান।
No comments