জেরা করা হবে এমআইটির গ্র্যাজুয়েটদের
আফগান যুদ্ধ নিয়ে উইকিলিকসের ওয়েবসাইটে মার্কিন সামরিক বাহিনীর ‘গোপন তথ্য’ ফাঁসের ঘটনায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) কয়েকজন গ্র্যাজুয়েটকে জিজ্ঞাসাবাদ করবে মার্কিন তদন্ত কর্মকর্তারা। ব্র্যাডলি ম্যানিংয়ের সঙ্গে ওই গ্র্যাজুয়েটদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তথ্য ফাঁসের ঘটনায় ব্র্যাডলিকে প্রধান সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে।
এমআইটির গ্র্যাজুয়েটদের জিজ্ঞাসাবাদ করার বিষয়টি যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা এই শিক্ষায়তন সংশ্লিষ্ট সবাইকে দারুণ অস্বস্তিতে ফেলেছে।
সন্দেহভাজন ব্র্যাডলি ইরাক যুদ্ধে মার্কিন গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করেন। ২০০৭ সালে ইরাকে মার্কিন বাহিনীর একটি বিমান হামলার গোপন ভিডিওচিত্র ফাঁস করার অভিযোগে গত জুন মাসে ব্রাডলিকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। ইরাকে ওই হামলায় রয়টার্সের দুই সাংবাদিকসহ কয়েক ডজন সাধারণ নাগরিক নিহত হন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ২২ বছর বয়সী ব্র্যাডলির সহায়তাকারীদের খুঁজছে। আড্রিয়ান লামো নামের একজন সাবেক কম্পিউটার হ্যাকার কর্তৃপক্ষকে জানান, এমআইটির দুজন গ্র্যাজুয়েট তাঁকে বলেছেন, তাঁরা ব্র্যাডলিকে সহায়তা করেছেন। লামো দাবি করেন, ওই দুই গ্র্যাজুয়েট ইউকিলিকসের পক্ষে কাজ করেছেন।
এমআইটির একজন মুখপাত্র জানান, কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে আপাতত এ ব্যাপারে তাঁরা কোনো মন্তব্য করবেন না।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস তথ্য ফাঁসের বিষয়টিকে অনৈতিক বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন একে নজিরবিহীন ঘটনা বলে আখ্যা দেন।
সম্প্রতি উইকিলিকস নামের একটি সংস্থার ওয়েবসাইটে মার্কিন সামরিক বাহিনীর ৯২ হাজারেরও বেশি গোপন তথ্যের নথি ফাঁস করা হয়।
এমআইটির গ্র্যাজুয়েটদের জিজ্ঞাসাবাদ করার বিষয়টি যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা এই শিক্ষায়তন সংশ্লিষ্ট সবাইকে দারুণ অস্বস্তিতে ফেলেছে।
সন্দেহভাজন ব্র্যাডলি ইরাক যুদ্ধে মার্কিন গোয়েন্দা বিশ্লেষক হিসেবে কাজ করেন। ২০০৭ সালে ইরাকে মার্কিন বাহিনীর একটি বিমান হামলার গোপন ভিডিওচিত্র ফাঁস করার অভিযোগে গত জুন মাসে ব্রাডলিকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। ইরাকে ওই হামলায় রয়টার্সের দুই সাংবাদিকসহ কয়েক ডজন সাধারণ নাগরিক নিহত হন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ২২ বছর বয়সী ব্র্যাডলির সহায়তাকারীদের খুঁজছে। আড্রিয়ান লামো নামের একজন সাবেক কম্পিউটার হ্যাকার কর্তৃপক্ষকে জানান, এমআইটির দুজন গ্র্যাজুয়েট তাঁকে বলেছেন, তাঁরা ব্র্যাডলিকে সহায়তা করেছেন। লামো দাবি করেন, ওই দুই গ্র্যাজুয়েট ইউকিলিকসের পক্ষে কাজ করেছেন।
এমআইটির একজন মুখপাত্র জানান, কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তবে আপাতত এ ব্যাপারে তাঁরা কোনো মন্তব্য করবেন না।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস তথ্য ফাঁসের বিষয়টিকে অনৈতিক বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলেন একে নজিরবিহীন ঘটনা বলে আখ্যা দেন।
সম্প্রতি উইকিলিকস নামের একটি সংস্থার ওয়েবসাইটে মার্কিন সামরিক বাহিনীর ৯২ হাজারেরও বেশি গোপন তথ্যের নথি ফাঁস করা হয়।
No comments