ভূমিকম্পে মারা গেছেন লেখক জর্জেস অ্যাংলেড
হাইতিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান লেখক ও ভূগোলবিদ জর্জেস অ্যাংলেড হাইতির ভূমিকম্পে নিহত হয়েছেন। তাঁর মেয়ে গত বৃহস্পতিবার এ কথা জানান। ভূমিকম্পের সময় বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন জর্জেস অ্যাংলেড ও তাঁর স্ত্রী। ভূমিকম্পে বন্ধুর বাড়িটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যান ওই দম্পতি। তাঁদের দুজনেরই বয়স ছিল ৬৫ বছর। একটি আন্তর্জাতিক সাহিত্য উত্সবে যোগ দেওয়ার জন্য হাইতি গিয়েছিলেন জর্জেস অ্যাংলেড।
গত বৃহস্পতিবার ওই উত্সব শুরু হওয়ার কথা ছিল। হাইতির তত্কালীন প্রেসিডেন্ট দুভালিয়র ও তাঁর ছেলের নিষ্ঠুর শাসনের প্রতিবাদে ১৯৬৫ সালে হাইতি ছেড়ে পালিয়েযান জর্জেস অ্যাংলেড।
গত বৃহস্পতিবার ওই উত্সব শুরু হওয়ার কথা ছিল। হাইতির তত্কালীন প্রেসিডেন্ট দুভালিয়র ও তাঁর ছেলের নিষ্ঠুর শাসনের প্রতিবাদে ১৯৬৫ সালে হাইতি ছেড়ে পালিয়েযান জর্জেস অ্যাংলেড।
No comments