চতুর্থ উইকেট জুটিতে
মাত্র ৩৬টি রান। এই কটা রান করতে পারলে কাল রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক ছুঁয়ে ফেলতে পারতেন ডন ব্র্যাডম্যান ও বিল পন্সফোর্ডের জুটির রেকর্ডটাকে। ১৯৩৬ সালের অ্যাশেজে হেডিংলি টেস্টে চতুর্থ উইকেটে ৩৮৮ রানের জুটি গড়েছিলেন ব্র্যাডম্যান-পন্সফোর্ড। ক্যারিয়ারের দুটি ত্রিশতকের দ্বিতীয়টি পেয়েছিলেন ব্র্যাডম্যান। দুটোই এই একই মাঠে। এখন পর্যন্ত চতুর্থ উইকেটে ওটাই অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ জুটি। পন্টিং-ক্লার্কেরটা অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ, সব মিলিয়ে ষষ্ঠ। সব দেশ মিলে রেকর্ডটা মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরার; গত বছর করাচি টেস্টে তাঁরা গড়েছিলেন ৪৩৭ রানের জুটি। টেস্টে চতুর্থ উইকেটে চার শ রানের জুটি আছে আর একটিই। ১৯৫৭ সালে এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১১ রান তুলেছিলেন পিটার মে ও কলিন কাউড্রে। চতুর্থ উইকেটে বাংলাদেশের রেকর্ড জুটিটা হাবিবুল বাশার ও প্রয়াত মানজারুল ইসলামের। ২০০৪ সালে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রান তুলেছিল এই জুটি।
No comments