আটকে পড়া একজনের করুণ আকুতি
মাথায় আঘাত পেয়েছেন তিনি। পা আটকে গেছে ধ্বংসস্তূপের ভেতরে। ব্যথায়-আতঙ্কে আর্তচিত্কার করছেন, ‘উদ্ধার করুন’। বাঁচার জন্য করুণ আকুতি তাঁর। ধ্বংসস্তূপের ভেতর থেকে তাঁকে বের করে আনার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সহকর্মীরা। ঘটনাটি হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের কেন্দ্রস্থলে অবস্থিত কর কার্যালয়ের।
বিধ্বস্ত কর কার্যালয়ের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন ওই কার্যালয়ের এক কর্মী। কংক্রিটের একটি স্ল্যাবের নিচে চিরতরে চাপা পড়তে যাচ্ছিলেন তিনি। সহকর্মীরা প্রাণান্ত চেষ্টায় ওই স্ল্যাবের পতন ঠেকাতে সক্ষম হন। আপাতত তাঁকে রক্ষা করতে সক্ষম হলেও ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো তাঁকে বের করে আনতে পারেননি।
কর কার্যালয়টি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে ঢিল মারা দূরত্বে অবস্থিত। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রেসিডেন্ট প্রাসাদে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকাজের কারণে সেখান থেকে উড়ে আসা পাথরের টুকরো থেকে বিপন্ন ওই ব্যক্তিকে রক্ষায় মুখটি ঢেকে দেওয়া হয়েছে একটি কাঠের তক্তা দিয়ে।
বিধ্বস্ত কর কার্যালয়ের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন ওই কার্যালয়ের এক কর্মী। কংক্রিটের একটি স্ল্যাবের নিচে চিরতরে চাপা পড়তে যাচ্ছিলেন তিনি। সহকর্মীরা প্রাণান্ত চেষ্টায় ওই স্ল্যাবের পতন ঠেকাতে সক্ষম হন। আপাতত তাঁকে রক্ষা করতে সক্ষম হলেও ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো তাঁকে বের করে আনতে পারেননি।
কর কার্যালয়টি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে ঢিল মারা দূরত্বে অবস্থিত। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া প্রেসিডেন্ট প্রাসাদে চলছে উদ্ধারকাজ। উদ্ধারকাজের কারণে সেখান থেকে উড়ে আসা পাথরের টুকরো থেকে বিপন্ন ওই ব্যক্তিকে রক্ষায় মুখটি ঢেকে দেওয়া হয়েছে একটি কাঠের তক্তা দিয়ে।
No comments