বিজয় দিবসের খেলা
বক্সিং: মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম এখনো নির্মাণাধীন, এবার তাই বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা হবে বনানী আর্মি স্টেডিয়ামে। আগামীকাল জুনিয়র গ্রুপে ৫টি ও সিনিয়র গ্রুপে ৯টি ওজন শ্রেণীতে খেলবে এসএ গেমসের ক্যাম্পে থাকা জাতীয় দল ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়েরা।—ক্রীড়া প্রতিবেদক
খো খো: খো খো ফেডারেশনের সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবুর স্মরণে আগামীকাল হবে বিজয় দিবস খো খো। সাভার আলহাজ জাফর বেপারী উচ্চবিদ্যালয় মাঠে অংশ নিচ্ছে দয়াগঞ্জ বর্ণালী সংঘ, সতীর্থ ক্লাব, সিংনা সংঘ, ওল্ড আইডিয়ালস অ্যাসোসিয়েশন, মনোয়ার স্মৃতি সংসদ এবং ঘোড়াপি ক্রীড়াচক্র।
খো খো: খো খো ফেডারেশনের সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবুর স্মরণে আগামীকাল হবে বিজয় দিবস খো খো। সাভার আলহাজ জাফর বেপারী উচ্চবিদ্যালয় মাঠে অংশ নিচ্ছে দয়াগঞ্জ বর্ণালী সংঘ, সতীর্থ ক্লাব, সিংনা সংঘ, ওল্ড আইডিয়ালস অ্যাসোসিয়েশন, মনোয়ার স্মৃতি সংসদ এবং ঘোড়াপি ক্রীড়াচক্র।
No comments