রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির আয় ও মুনাফা বেড়েছে
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) অঙ্গপ্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ২২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আরপিজিসিএল ২০০৮-০৯ অর্থবছরে সিএনজি, এলপিজি, পেট্রল ও ডিজেল বিক্রিসহ অন্যান্য খাতে ২৯৫২৫ দশমিক ৬৮ লাখ টাকা আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৮০ দশমিক ৭০ শতাংশ বেশি। আলোচ্য অর্থবছরে কোম্পানি ৯৮ দশমিক ৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে, যা আগের বছরের চেয়ে ৬৩ দশমিক ৮৯ শতাংশ বেশি।
আরপিজিসিএলের চেয়ারম্যান সৈয়দ আবদুল মালেকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. হোসেন মনসুর ও সংস্থার পরিচালকেরা এবং আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, আলোচ্য অর্থবছরে বেসরকারি খাতে ২৩৫টি নতুন সিএনজি ফিলিং স্টেশন ও ২০টি রূপান্তর কারখানা স্থাপনসহ ৩১ হাজার ৬০৯টি গাড়ি সিএনজি জ্বালানিতে রূপান্তরিত হয়েছে। সভায় আরও জানানো হয়, জ্বালানি আমদানি খাতে বর্তমানে সরকারের প্রতিবছর প্রায় ১০ হাজার ২৮৪ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
সভায় জানানো হয়, আরপিজিসিএল ২০০৮-০৯ অর্থবছরে সিএনজি, এলপিজি, পেট্রল ও ডিজেল বিক্রিসহ অন্যান্য খাতে ২৯৫২৫ দশমিক ৬৮ লাখ টাকা আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৮০ দশমিক ৭০ শতাংশ বেশি। আলোচ্য অর্থবছরে কোম্পানি ৯৮ দশমিক ৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে, যা আগের বছরের চেয়ে ৬৩ দশমিক ৮৯ শতাংশ বেশি।
আরপিজিসিএলের চেয়ারম্যান সৈয়দ আবদুল মালেকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. হোসেন মনসুর ও সংস্থার পরিচালকেরা এবং আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, আলোচ্য অর্থবছরে বেসরকারি খাতে ২৩৫টি নতুন সিএনজি ফিলিং স্টেশন ও ২০টি রূপান্তর কারখানা স্থাপনসহ ৩১ হাজার ৬০৯টি গাড়ি সিএনজি জ্বালানিতে রূপান্তরিত হয়েছে। সভায় আরও জানানো হয়, জ্বালানি আমদানি খাতে বর্তমানে সরকারের প্রতিবছর প্রায় ১০ হাজার ২৮৪ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
No comments