পিতার লাশের অপেক্ষায় দুই যমজ শিশু
এইচ
এম কাওসার আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ৪র্থ বর্ষের
শিক্ষার্থী। কাজ করতেন চুড়িহাট্টায় এক ফার্মেসিতে। প্রতিদিনের মতো গতকালও
গিয়েছেন কাজে। কিন্তু ভয়াবহ আগুন তাকে কেড়ে নিয়েছে। চকবাজারের চুড়িহাট্টায়
ভয়াবহ আগুনে তার মৃত্যু হয়েছে। কওসার আহমেদের ৪ মাস বয়সের ২ বাচ্চা মর্গে
স্বজনদের কোলে। একজনের নাম আবদুল্লাহ অপর জনের নাম মেহেজাবিন। উল্লেখ্য,
গতরাতে পুরনো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে এখনও পর্যন্ত ৭০ জন
নিহত হয়েছে।
No comments