গর্ভবতী স্ত্রী নামতে পারেননি, তাই নামেনি স্বামীও

স্ত্রী রিয়া গর্ভবতী। আগুন লাগায় তাড়াহুড়ো করে নামতে পারছিলনা। স্বামী রিফাত স্ত্রীকে ছেড়ে নিজেও নিচে নামেনি। আগুনের ভয়াবহতা গর্ভের সন্তানসহ তাদের দুজনকেই কেড়ে নিয়েছে। বন্ধুত্ব থেকেই প্রেম আর তারপর পরিণতি। গতরাতে চকবাজারের চুড়িহাট্টায় ‘ওয়াহিদ ম্যানশন’ ভবনের তৃতীয় তলায় এ নির্মম পরিণতি হয় রিয়া-রিফাত দম্পতির। তাদের পরিবার সূত্রে এ কথা জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে মরদেহ শনাক্ত করতে অপেক্ষারত স্বজনরা এমন তথ্য জানিয়েছে। রিয়া-রিফাতের বন্ধু আল-আকসার গণমাধ্যমকে বলেন, আমার এই দুই বন্ধুর  কোনো খোঁজ পাচ্ছি না। চেহারা দেখে মরদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। রিয়া অসুস্থ ছিল অনেক। অন্তঃসত্ত্বা হওয়া ছাড়াও বেশকিছু জটিলতায় ভুগছিল সে। আগুন লাগার পর রিফাতের পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু রিয়াকে নিয়ে নামতে পারছিল না বলেই সে নিজেও নামেনি এবং দু’জনই পুড়ে মরে।


No comments

Powered by Blogger.