একে-৪৭কে উইকেট বানিয়ে ক্রিকেট খেলছে কাশ্মিরের গেরিলারা!
ভারত
নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলারা একে-৪৭কে উইকেট বানিয়ে ক্রিকেট খেলছে। এমন
‘সশস্ত্র’ ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়ে ইন্টারনেটে বেশ আলোড়ন তুলেছে।
পাঁচ মিনিটের এ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে একজন ক্যামেরাম্যানসহ ছয় গেরিলা একে-৪৭কে উইকেট হিসেবে বানিয়ে ক্রিকেট খেলছে। ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মির থেকে এ ভিডিও ধারণ করা হয়েছে। ক্রিকেটপ্রেমী গেরিলারা খেলার সময়েও তাদের অস্ত্র ত্যাগ করেননি বরং তাদের পিঠে ঝুলছে আগ্নেয়াস্ত্র।
এ ছাড়া, খেলার তোড়ে গুলির বেল্টও খুলে রাখেন নি গেরিলারা; বরং ওটি যথারীতি কোমরে বাধা রয়েছে তাদের। ইউটিউবে একদিন আগে দেয়া ভিডিওটি এ পর্যন্ত ৮৭ হাজার বার দেখা হয়েছে।
পাঁচ মিনিটের এ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে একজন ক্যামেরাম্যানসহ ছয় গেরিলা একে-৪৭কে উইকেট হিসেবে বানিয়ে ক্রিকেট খেলছে। ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মির থেকে এ ভিডিও ধারণ করা হয়েছে। ক্রিকেটপ্রেমী গেরিলারা খেলার সময়েও তাদের অস্ত্র ত্যাগ করেননি বরং তাদের পিঠে ঝুলছে আগ্নেয়াস্ত্র।
এ ছাড়া, খেলার তোড়ে গুলির বেল্টও খুলে রাখেন নি গেরিলারা; বরং ওটি যথারীতি কোমরে বাধা রয়েছে তাদের। ইউটিউবে একদিন আগে দেয়া ভিডিওটি এ পর্যন্ত ৮৭ হাজার বার দেখা হয়েছে।
No comments