কেরানীগঞ্জে ভোটের সময় গুলিতে শিশু নিহত
ঢাকার
অদূরে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ইউপি নির্বাচনে ভোট
চলাকালে গুলিতে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মধুরচর
সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম শুভ কাজী
(৯)। সে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার
বাবা হালিম কাজী। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। বাড়ি ইউনিয়নের
ঢালিকান্দি গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, রান্না মোল্লা
নামের এক ব্যক্তি ২৫-৩০ জন লোক নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। তাঁরা ব্যালট
পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা চালান। এ সময় আতঙ্কে ওই কেন্দ্রের
লোকজন ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে গুলিতে
বিদ্ধ হয়ে শুভ মারা যায়। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মা সুবর্ণা
বেগমের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়েছিল শুভ। স্থানীয় লোকজনের ভাষ্য, রানা
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন আয়নালের লোক হিসেবে
পরিচিত। নিহত শুভর বাবা হালিম বলেন, ‘ভোটের কারণে আমার ছেলেটা মারা গেল।’
No comments