আল আকসায় সংঘর্ষ
মুসলমানদের
তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে মুসলমানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে
ইসরাইলি সেনারা। গতকাল থেকে ওই মসজিদের ভিতরে অবস্থান করছিলেন বেশ কিছু
সংখ্যক মুসলমান। আজ বাইরে থেকে মসজিদের ভিতরে প্রবেশ করে ইসরাইলি সেনারা। এ
সময় তারা এর ভিতরে মুসলমানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা মসজিদের
ভিতরে মুসলমানদের অবরুদ্ধ করে রাখে। এ ঘটনার নিন্দা করেছেন ফিলিস্তিনের
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দখলদার সেনা ও পুলিশের এ হামলার তীব্র নিন্দা
জানিয়েছেন তিনি। এ হামলাকে তিনি আল আকসা মসজিদ ও বিশ্বাসীদের বিরুদ্ধে
আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে এ খবর
দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরও বলা হয়, ইসরাইলি পক্ষ দাবি করেছে
মসজিদের ভিতর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে সেনা ও পুলিশের বিরুদ্ধে। এ সময়
তাদেরকে গ্রেপ্তার করতে মসজিদ চত্বরে প্রবেশ করে পুলিশ ও সেনাবাহিনী। তবে
প্রত্যক্ষদর্শী এক মুসলিম বলেছেন, মসজিদের ভিতরে প্রবেশ করে পুলিশ। তারা
মসজিদের ক্ষতিসাধন করে। তার অভিযোগ এ সময় মসজিদের জায়নামাজের অংশ বিশেষ
পুড়িয়ে ফেলে পুলিশ। এতে মসজিদ চত্বরের বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেখানে
পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। আজ ইহুদিদের নতন বর্ষ
রোশ হাসানাহ। এর কয়েক ঘন্টা আগে এই সংঘর্ষ দেখা দেয়। এ সময় মসজিদ কমপ্লেক্স
বন্ধ করে দেয় ইসরাইলি নিরাপত্তা বাহিনী। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি
রোসেনফেল্ড বলেছেন, আল আকসা মসজিদে ঝামেলা হতে পারে গোয়েন্দা তথ্যে তারা
এমনটা খবর পেয়েছিলেন আজ সকালে। জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক স্কট
হেইডলার বলেন, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। তবে ফিলিস্তিনি যুবকদের দিক থেকে
কিছু পাথর নিক্ষেপ ও ফায়ার বোমা নিক্ষেপ করা হয়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট
মাহমুদ আব্বাস এ ঘটনাকে ইসরাইলি সেনাদের আক্রমণ আখ্যায়িত করে এর নিন্দা
জানিয়েছেন।
No comments