হাতে সাপ নিয়ে হাসপাতালে যুবক, অবশেষে মৃত

সরকারি হাসপাতালে দিনভর অনেকেই আসেন-বেরোন। সাধারণত হাতে থাকে অক্সিজেনের মাস্ক বা প্রেসক্রিপশন। কিন্তু রবিবার যে ঘটনা প্রত্যক্ষ করল ভারতের পশ্চিমমঙ্গ বীরভূমের মহম্মদ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, তা কার্যত বিরল। হাতে করে জ্যান্ত হাতে বিষধর সাপ নিয়ে হাসপাতালে ঢুকে পড়লেন এক যুবক। যা দেখে হুলস্থুল পড়ে গেল হাসপাতালে।
কিন্তু কেন এই যুবক হাতে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে ঢুকলেন? ঘটনা হল, ওই যুবককে( নাম স্বপন মাল) বিষধর সাপ কামড়েছিল। সেই সাপটিকে ধরে নিয়ে সোজা হাসপাতালে চলে যান স্বপন মাল। বীরভূমের মহম্মদবাজার থানার রাজ্যধরপুরে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড় খান স্বপন। সাপটিকে ধরে সোজা তিনি হাজির হন মহম্মদ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক চিকিত্‍সার পর তাকে রেফার করা হয় সিউড়ি সদর হাসপাতালে। সাপে কাটা স্বপন মাল ও বিষধর সাপ, দুজনকেই দেখতে ভিড় জমে যায় হাসপাতালে।
শেষ পর্যন্ত হাসপাতালেই মারা যান তিনি।

No comments

Powered by Blogger.