মেসি ৪৯ সুয়ারেজ ৩ রোনাল্ডো ২!
তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা যে এবার তার হাতে উঠবে না সেটা জানাই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তারপরও উয়েফা বর্ষসেরার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছে হেরে চরম বিব্রত হতে হল রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপার স্টারকে। মেসির জয় অনুমিতই ছিল। কিন্তু ভোটের লড়াইয়ে রোনাল্ডো যে এভাবে ডাহা ফেল করবেন তা কে ভেবেছিল! বৃহস্পতিবার মোনাকোতে চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুষ্ঠানে উয়েফার ৫৪টি সদস্য দেশের একজন করে সাংবাদিকের ভোটে বেছে নেয়া হয় ইউরোপের বর্ষসেরা ফুটবলার। ৫৪ ভোটের ৪৯টিই পেয়েছেন মেসি। বিস্ময়করভাবে রোনাল্ডোর বাক্সে পড়েছে মোটে দুই ভোট! তিন ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মেসির বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ। ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা একীভূত হওয়ার পর ২০১১ সালে প্রথম চালু করা হয় উয়েফা বর্ষসেরার নতুন পুরস্কার। প্রথমবারই জিতেছিলেন মেসি। এরপর আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্র্যাংক রিবেরি ও গতবার এ পুরস্কার জিতেছেন রোনাল্ডো। চার বছর পর আবারও ইউরোপসেরা হলেন মেসি। প্রথম ফুটবলার হিসেবে দু’বার এ পুরস্কার জিতলেন বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে ৫৭ ম্যাচে ৫৮ গোল করার পাশাপাশি ৩৭টি গোল বানিয়ে দিয়েছেন মেসি।
জিতেছেন ট্রেবল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৬১ গোল করলেও কোনো শিরোপা জিততে পারেননি রোনাল্ডো। দলীয় ব্যর্থতাই ডুবিয়েছে তাকে। পরশু রাতে বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা গোলের পুরস্কারও উঠেছে মেসির হাতে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে সেই জাদুকরী গোলের জন্য। জেরম বোয়াটেংকে নাস্তানাবুদ করে ম্যানুয়েল নুয়ারের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়িয়েছিলেন মেসি। অবিশ্বাস্য সেই গোলটি ৩৯ শতাংশ ভোট পেয়েছে। এখানেও মেসির কাছে ধরাশায়ী রোনাল্ডো। লিভারপুলের বিপক্ষে করা রোনাল্ডোর গোলটি ২৪ শতাংশ ভোট পেয়ে হয়েছে দ্বিতীয়। জোড়া খেতাব জিতে উচ্ছ্বসিত মেসি সব কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের, ‘মৌসুমটা দুর্দান্ত কেটেছে। এখানে কোনো গোপনীয়তা নেই। সাজঘরের একতাই আমার এ সাফল্যের প্রধান কারণ। ধন্যবাদ আমার সতীর্থদের। ক্লাব ও তারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না।’ ফুটবলারদের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার ফিফা ব্যালন ডি’অর। গত দু’বছর তাকে দর্শক বানিয়ে যা জিতেছেন রোনাল্ডো। উয়েফা বর্ষসেরার পর এবার ব্যালন ডি’অরও যে মেসি পুনরুদ্ধার করতে যাচ্ছেন, এ ব্যাপারে সংশয় সামান্যই। আগামী বছরের শুরুতে মেসি যে পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরার মুকুট উঁচিয়ে ধরবেন সেটা আগাম জানিয়ে দিলেন বার্সা প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। প্রতি ম্যাচেই সে নিজেকে উজাড় করে দেয়। তার আÍবিশ্বাস অবিশ্বাস্য। এ কারণেই তাকে ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেয়া হয়েছে। এবার ব্যালন ডি’অরও তার জেতা উচিত। বিশ্বসেরা হওয়ার সব পুরস্কারই যে তার হাতে উঠবে এটাই তো স্বাভাবিক। ওয়েবসাইট।
No comments