আমি ঈশ্বরকে সব বলে দেব
প্রতিটি যুদ্ধই মানব সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে প্রতিনিয়ত রচনা করে চলেছে কলংকজনক সব অধ্যায়। হানাহানি আর দ্বন্দ্বের মহামারি থেকে বাদ পড়ছে না নিষ্পাপ শিশুও। এ সব অসহায় মানুষের অভিযোগ আর্তনাদ শোনার যেন কেউ নেই, শুধু ঈশ্বর ছাড়া। প্রতিদিন নানা দেশে বোমা, গুলি আর সহিংসতায় শিশু মৃতুর ঘটনা ঘটে। সিরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিন, মিসর, আফগানিস্তান, পাকিস্তানে এমন বহু শিশু মৃত্যুর ঘটনা হয়তো আমাদের চোখেও পড়ে না। কিন্তু সম্প্রতি সিরিয়ায় বোমা বর্ষণে আহত ও পরে নিহত হওয়া একটি তিন বছরের শিশুর ছবি ও কথা ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় তুলেছে।
ছবিটি যখন তোলা হয় তখন বোমার আঘাতে মারাত্মকভাবে আহত হাফপ্যান্ট পড়া শিশুটি রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বেডে ব্যাথায় কাঁদছে। তার মাথা থেকে টপটপ রক্ত গড়িয়ে ভিজে গেছে কাঁধ, পায়ের অংশ। তার পাশে তখন নেই বাবা-মা কিংবা কোনো স্বজন। তীব্র ব্যাথা আর আতংকে শিশুটি তখন পাগল প্রায়। ছবিটি ২০১৩ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তোলা হয়েছে। চিকিৎসকদের প্রবল চেষ্টা শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি নাম না জানা শিশুটিকে। ছবিটি তোলার কিছুক্ষণ পরই সে মারা যায়। মৃত্যুর আগে পৃথিবীতে বিচার না পাওয়া ছোট্ট শিশুটি কাঁদতে কাঁদতে বলে গেল, ‘আমি ঈশ্বরকে সব বলে দেব।’
No comments