সেনাবাহিনীই সেরা
স্পোর্টস রিপোর্টার: সিটিসেল জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৭২-৬৫ পয়েন্টে বাংলাদেশ নৌ-বাহিনীকে হারিয়ে শিরোপা জেতার পাশাপাশি বিজয় দিবসের ফাইনালে হারের প্রতিশোধ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফাইনালের প্রথমার্ধে বাংলাদেশ সেনাবাহিনী ৩৯-৩১ পয়েন্টে এগিয়েছিল। চ্যাম্পিয়ন দলের মিথুন ২৪ ও আমানত ২২ পয়েন্ট করে জয়ে ভূমিকা রাখেন। তবে ম্যাচের সর্বোচ্চ স্কোরার ছিল রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনীর মিথুন। তিনি ২৯ স্কোর গড়েন। এদিকে একই জিমনেশিয়ামে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা ৫৭-৫৪ পয়েন্টে খুলনা জেলাকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো তৃতীয় স্থান লাভ করে। তুমুল উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রথমার্ধে ২৭-২৬ পয়েন্টে এগিয়েছিল। বিজিবি’র হয়ে মোরশেদ ২২ ও দরদ ১০ পয়েন্ট এবং খুলনা জেলার শাওন ১৭ ও বাপ্পি-১১ পয়েন্ট স্কোর করেন। এছাড়া টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জেতে চট্টগ্রাম জেলা দল। আর প্রতিযোতিগার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন সেনাবাহিনীর মো. আমানত আলী।
সন্ধ্যায় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ (এমপি)। এ সময় আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি. (সিটিসেল) এর চিফ অপারেটিং অফিসার ডেভিড লী ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (এমপি), সাধারণ সম্পাদক লে. কমান্ডার একে সরকার (অব.), সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ।
সন্ধ্যায় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ (এমপি)। এ সময় আরও উপস্থিত ছিলেন প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি. (সিটিসেল) এর চিফ অপারেটিং অফিসার ডেভিড লী ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন (এমপি), সাধারণ সম্পাদক লে. কমান্ডার একে সরকার (অব.), সিটিসেলের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস তাসলিম আহমেদ।
No comments