মমতাকে মোবাইল বার্তা পাঠাল সিপিআইএম
ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোবাইল বার্তা পাঠিয়েছে সিপিআইএম। পশ্চিমবঙ্গ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও কংগ্রেস-নেতা প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মমতাকে এক টেবিলে আনতে দলের পক্ষ থেকে এই বার্তা পাঠানো হয়।
রাজ্যের আবাসনমন্ত্রী গৌতম দেব কিছুদিন ধরে প্রকাশ্যে মমতাকে আলোচনায় বসার আবেদন জানিয়ে আসছেন। সম্প্রতি তিনি মমতার মোবাইল ফোন নম্বর জোগাড় করে আলোচনায় বসতে সরাসরি বার্তা পাঠান।
এ ব্যাপারে তৃণমূল নেত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এটিকে চমক বলে অভিহিত করেছেন। তৃণমূলের অভিযোগ, ত্রিপক্ষীয় আলোচনার কথা বলে সিপিআইএম আসলে ফায়দা লুটতে চাইছে। গৌতম দেব বলেন, ‘মমতাকে বার্তা পাঠানো কোনো চমক নয়।
রাজ্যের আবাসনমন্ত্রী গৌতম দেব কিছুদিন ধরে প্রকাশ্যে মমতাকে আলোচনায় বসার আবেদন জানিয়ে আসছেন। সম্প্রতি তিনি মমতার মোবাইল ফোন নম্বর জোগাড় করে আলোচনায় বসতে সরাসরি বার্তা পাঠান।
এ ব্যাপারে তৃণমূল নেত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এটিকে চমক বলে অভিহিত করেছেন। তৃণমূলের অভিযোগ, ত্রিপক্ষীয় আলোচনার কথা বলে সিপিআইএম আসলে ফায়দা লুটতে চাইছে। গৌতম দেব বলেন, ‘মমতাকে বার্তা পাঠানো কোনো চমক নয়।
No comments