এক লাখ টন খাদ্যশস্য আমদানি করবে সরকার
সরকার এক লাখ টন খাদ্য আমদানি করতে যাচ্ছে। আজ সোমবার সচিবালয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে ৫০ হাজার টন চাল ও ৫০ হাজার টন গম আমদানির দুটি প্রস্তাব অনুমোদিত হয়। এই খাদ্যশস্য আমদানিতে মোট ব্যয় হবে বাংলাদেশি টাকায় ২৯২ কোটি ৯১ লাখ টাকা। চাল আমদানিতে টন প্রতি ব্যয় হবে ৪৫৯ দশমিক ২২ ডলার ও গম আমদানিতে টন প্রতি ব্যয় হবে ৩৬৮ দশমিক ৫১ ডলার।
চাল সরবরাহ করবে ইন্দো-সিনো ট্রেড প্রাইভেট লিমিটেড ও গম সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম মেসার্স এম সন্স লিমিটেড।
বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম। বৈঠকে পরিকল্পনামন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান উপস্থিত ছিলেন।
চাল সরবরাহ করবে ইন্দো-সিনো ট্রেড প্রাইভেট লিমিটেড ও গম সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম মেসার্স এম সন্স লিমিটেড।
বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম। বৈঠকে পরিকল্পনামন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক ও বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান উপস্থিত ছিলেন।
No comments