প্রেসিডেন্ট থাকা অবস্থায় রিগ্যান আলঝেইমারে আক্রান্ত হয়েছিলেন
প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ক্ষমতায় থাকা অবস্থায় আলঝেইমার রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে সে সময় রোগটি ছিল প্রাথমিক অবস্থায়। রিগ্যানের ছোট ছেলে রন রিগ্যান বাবাকে নিয়ে লেখা তাঁর বইয়ে এ কথা উল্লেখ করেছেন।
মাই ফাদার অ্যাট হানড্রেট, এ মেমোইর নামের বইয়ে রিগ্যানের ছেলে লিখেছেন, তিনি মনে করেন, ওই সময় রোগটি ধরা পড়লে ১৯৮৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে হোয়াইট হাউস ছাড়তে হতো।
বাবাকে নিয়ে লেখা রন রিগ্যানের বইটি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
রন রিগ্যান লিখেছেন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাবা তাঁর শারীরিক অবস্থা নিয়ে সচেতন ছিলেন, এমন প্রমাণ তিনি কখনো পাননি। ১৯৮৭ সালে ওই রোগ ধরা পড়লে রিগ্যান কি পদত্যাগ করতেন? এ ব্যাপারে রন লিখেছেন, তাঁর বিশ্বাস, তিনি ক্ষমতা ছেড়ে দিতেন।
ক্ষমতা ছাড়ার পাঁচ বছর পর ১৯৯৪ সালে রিগ্যানের আলঝেইমার রোগ ধরা পড়ে। এ থেকে তাঁর স্মৃতি ও বাকশক্তি লোপ পেতে থাকে। ২০০৪ সালে ৯৩ বছর বয়সে তিনি ওই রোগেই মারা যান। আগামী ৬ ফেব্রুয়ারি রিগ্যানের ১০০তম জন্মদিন। এ দিনটি সামনে রেখেই বইটি প্রকাশ করা হচ্ছে।
মাই ফাদার অ্যাট হানড্রেট, এ মেমোইর নামের বইয়ে রিগ্যানের ছেলে লিখেছেন, তিনি মনে করেন, ওই সময় রোগটি ধরা পড়লে ১৯৮৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে হোয়াইট হাউস ছাড়তে হতো।
বাবাকে নিয়ে লেখা রন রিগ্যানের বইটি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
রন রিগ্যান লিখেছেন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাবা তাঁর শারীরিক অবস্থা নিয়ে সচেতন ছিলেন, এমন প্রমাণ তিনি কখনো পাননি। ১৯৮৭ সালে ওই রোগ ধরা পড়লে রিগ্যান কি পদত্যাগ করতেন? এ ব্যাপারে রন লিখেছেন, তাঁর বিশ্বাস, তিনি ক্ষমতা ছেড়ে দিতেন।
ক্ষমতা ছাড়ার পাঁচ বছর পর ১৯৯৪ সালে রিগ্যানের আলঝেইমার রোগ ধরা পড়ে। এ থেকে তাঁর স্মৃতি ও বাকশক্তি লোপ পেতে থাকে। ২০০৪ সালে ৯৩ বছর বয়সে তিনি ওই রোগেই মারা যান। আগামী ৬ ফেব্রুয়ারি রিগ্যানের ১০০তম জন্মদিন। এ দিনটি সামনে রেখেই বইটি প্রকাশ করা হচ্ছে।
No comments