নেপালে জাতিসংঘ মিশনের কাজ শেষ
নেপালে জাতিসংঘ মিশন গতকাল শনিবার সেখানে তাদের কার্যক্রম শেষ করেছে। চার বছর আগে দেশটির যুদ্ধোত্তর পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে এ মিশন গঠন করা হয়েছিল। কিন্তু দেশটিতে বর্তমানে শান্তির পরিবর্তে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে।
নেপালে মাওবাদীদের সঙ্গে সরকারের দীর্ঘ এক দশকের সহিংসতা শেষে শান্তি স্থাপন প্রক্রিয়া পর্যবেক্ষণের লক্ষ্যে ২০০৭ সালে ইউএন মিশন ইন নেপাল (ইউএনএমআইএন) গঠন করা হয়। কিন্তু ২০০৬ সালের শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বাস্তবায়নে বিলম্বের কারণে মিশনের মেয়াদ বারবার বাড়াতে হয়।
গত সেপ্টেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শেষ বারের মতো মেয়াদ চার মাস সময় বাড়িয়ে এটি বন্ধের পক্ষে ভোট দেয়। মিশন বন্ধের কারণ হিসেবে শান্তি-প্রক্রিয়ায় অগ্রগতির অভাবের কথা উল্লেখ করা হয়।
তবে ইউএনএমআইএনের চলে যাওয়ার পরও নেপালের শান্তি-প্রক্রিয়ায় সহায়তা করার অঙ্গীকার করেছে জাতিসংঘ। কিন্তু ইউএনএমআইএন এমন এক সময় দেশটি ত্যাগ করছে, যখন সেখানে কার্যত কোনো সরকার নেই এবং বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমাগত দূরত্ব বাড়ছে।
নেপালে মাওবাদীদের সঙ্গে সরকারের দীর্ঘ এক দশকের সহিংসতা শেষে শান্তি স্থাপন প্রক্রিয়া পর্যবেক্ষণের লক্ষ্যে ২০০৭ সালে ইউএন মিশন ইন নেপাল (ইউএনএমআইএন) গঠন করা হয়। কিন্তু ২০০৬ সালের শান্তি চুক্তির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বাস্তবায়নে বিলম্বের কারণে মিশনের মেয়াদ বারবার বাড়াতে হয়।
গত সেপ্টেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শেষ বারের মতো মেয়াদ চার মাস সময় বাড়িয়ে এটি বন্ধের পক্ষে ভোট দেয়। মিশন বন্ধের কারণ হিসেবে শান্তি-প্রক্রিয়ায় অগ্রগতির অভাবের কথা উল্লেখ করা হয়।
তবে ইউএনএমআইএনের চলে যাওয়ার পরও নেপালের শান্তি-প্রক্রিয়ায় সহায়তা করার অঙ্গীকার করেছে জাতিসংঘ। কিন্তু ইউএনএমআইএন এমন এক সময় দেশটি ত্যাগ করছে, যখন সেখানে কার্যত কোনো সরকার নেই এবং বিবাদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমাগত দূরত্ব বাড়ছে।
No comments