গোলরক্ষক চেনি, গোলদাতা চেনি
আদতে গোলরক্ষক হলেও প্রায়ই প্যারাগুয়ের হোসে লুইস চিলাভার্ট ও কলম্বিয়ার রেনে হিগুইতাকে দেখা যেত মিডফিল্ডার, স্ট্রাইকারের ভূমিকায়। দুজনের নামের পাশেই গণ্ডায় গণ্ডায় গোলের হিসাব। তবে গোলদাতা হিসেবে এ দুজনকেও ছাপিয়ে গেছেন ব্রাজিল জাতীয় দলের সাবেক গোলরক্ষক রোজারিও চেনি। সবচেয়ে বেশি গোল করা গোলরক্ষকের আসনটি নিজের করেছেন আগেই। রেকর্ডটা অন্যদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার পথে পরশু ফ্রি-কিক থেকে করলেন আরও একটি গোল। ব্রাজিলের জার্সি পরে ১৭ ম্যাচে খেলা রোজারিও চেনির আন্তর্জাতিক গোল নেই একটিও। মারাকানা স্টেডিয়ামে পরশু ফ্লুমিনেন্সের বিপক্ষে তাঁর দল সাও পাওলোকে ২-২ গোলের ড্র এনে দিতে শুধু গোলই করেননি চেনি, আসল কাজটিও করেছেন ঠিকভাবে। ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষের একটি পেনাল্টিও। পেশাদার ক্যারিয়ারে পরশু করলেন ৯০তম গোল! ক্লাব ফুটবল, আন্তর্জাতিক মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে চিলাভার্টের গোল ৬২টি, ঝাঁকড়া চুলের হিগুইতার ৩০টি।
No comments