অনুশীলনে অংশ নিতে পারবেন না আমির-আসিফ-বাট
স্পট ফিক্সিংয়ের অভিযোগের সত্যতা পাওয়া গেলে পাকিস্তানি ক্রিকেটারদের কী শাস্তি দেওয়া উচিত, তা নিয়ে চলছে জোর আলোচনা। অনেকেই তাঁদের আজীবনের জন্য নিষিদ্ধ করার পরামর্শ দিচ্ছেন। পাকিস্তানে তো এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের ঘটনাও ঘটে গেছে। তবে এই প্রথম বাস্তবেই শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন অভিযুক্ত ক্রিকেটাররা। টাউনটনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অনুশীলনে অংশ নিতে পারবেন না অভিযুক্ত তিন ক্রিকেটার—মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও টেস্ট অধিনায়ক সালমান বাট। তবে সেই ম্যাচটাতে তাঁরা খেলতে পারবেন কি না, তা নিয়ে কোনো মন্তব্য করেনি পিসিবি।
আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে টাউনটনের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। পিসিবির সভাপতি জানিয়েছেন, অভিযুক্ত তিন ক্রিকেটারকে আগামী বুধবার লন্ডনে পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে হবে।
অভিযুক্ত ক্রিকেটারদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিনই স্কটল্যান্ড ইয়ার্ড ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।
আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে টাউনটনের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। পিসিবির সভাপতি জানিয়েছেন, অভিযুক্ত তিন ক্রিকেটারকে আগামী বুধবার লন্ডনে পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে হবে।
অভিযুক্ত ক্রিকেটারদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিনই স্কটল্যান্ড ইয়ার্ড ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।
No comments