‘ক্যাটরিনা-দুর্গতদের পাশে আছে সরকার’
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে হারিকেন ক্যাটরিনা আঘাত হানার পঞ্চম বছর পূর্তি অনুষ্ঠানে হাজির হয়ে স্থানীয়দের পুনর্গঠনের কাজে একাত্মতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রোববার সেখানকার জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে তিনি ছাত্র, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিদের উদ্দেশে বলেছেন, তাঁর সরকার নিউ অরলিন্সবাসীর সঙ্গে রয়েছে। ২০০৫ সালে ওই এলাকায় ক্যাটরিনা আঘাত করার পর সেখানে এক হাজার ৮০০ লোক নিহত হয়।
প্রেসিডেন্ট ওবামা প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগকবলিত ওই এলাকা পুনর্গঠনে তাঁর সরকারের সদিচ্ছার কথা ঘোষণা করেন। তিনি বলেন, পুনর্গঠনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁর সরকার নিউ অরলিন্সবাসীর সঙ্গে থাকবে। নিউ অরলিন্সকে আবারও সাজিয়ে তুলবে।
প্রেসিডেন্ট ওবামা প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগকবলিত ওই এলাকা পুনর্গঠনে তাঁর সরকারের সদিচ্ছার কথা ঘোষণা করেন। তিনি বলেন, পুনর্গঠনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁর সরকার নিউ অরলিন্সবাসীর সঙ্গে থাকবে। নিউ অরলিন্সকে আবারও সাজিয়ে তুলবে।
No comments